বাংলাদেশি তাড়াতে গিয়ে নিজের নাগরিকদেরই দেশ ছাড়া করছে ভারত। মোদির অন্ধ হাসিনা প্রীতির কারনে দেশটির সাধারণ জনগণের মধ্যে তাই বাড়ছে ক্ষোভ। সম্প্রতি বাংলাদেশে পুশইনের নামে অসংখ্য ভারতীয় নাগরিককেই বাংলাদেশে পাঠানো হয়েছে, করা হয়েছে নির্যাতন। তেমনই একটি ঘটনা ঘটেছে সম্প্রতি উত্তর চব্বিশে পরগনায়।
ভারতীয় মিডিয়ার খবর বলছে, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার বাগদা থানার রনঘাট গ্রাম পঞ্চায়েতের হরিহরপুরের বাসিন্দা ফজের মণ্ডল ও তসলিমা মণ্ডল। এই দম্পতিকে সম্প্রতি মহারাষ্ট্রে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করা হয়। নিজেদের আসল পরিচয়পত্র দেখানোর পরও পুলিশ কোনও কথা কানে তোলেনি।
গত ১০ জুন নয়ানগর থানার পুলিশ বাগদার বাসিন্দা যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করে। তাদের পরিচয়পত্র থানায় পাঠাতে বলা হয়। ফজের মণ্ডলের বাবা তাহাজুল মণ্ডল সেসব নথি থানায় পাঠালেও ওই দম্পতিকে ছাড়া হয়নি। শনিবার দিনাজপুর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশের পুশ করেছে বিএসএফ।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রমিক হিসেবে প্রথমে কর্নাটকা এবং পরে মহারাষ্ট্রে কাজ করতে গিয়েছিলেন ফজের ও তার স্ত্রী। সেখান থেকেই তাদের ধরে বাংলাদেশে পাঠানো হয়েছে। তারা এর জরুরি সমাধান চেয়েছেন মোদি সরকারের কাছে।
জেড নিউজ, ঢাকা।