জেড নিউজ, ঢাকা।
মারধর, হত্যাচেষ্টা, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে ঢাকার সাভারের বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আলোচিত চিত্রনায়িকা পরীমণিসহ দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছে। অপরজন হলেন জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিম। তিনি পরীমণির কস্টিউম ডিজাইনার।
আদালত দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন। রোববার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনায়েদ পরোয়ানা জারির এই নির্দেশ দেন। পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু দুজনই আদালতে অনুপস্থিত থাকায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাঁদের অনুপস্থিতিতে বিচার শুরুর নির্দেশ দেন।
পরীমণির আইনজীবী বলেন, পরীমনি অসুস্থ থাকার কারণে আদালতে হাজির হতে পারেননি। তাঁর জন্য সময়ের আবেদন করলে আদালত তা না মঞ্জুর করেন এবং অভিযোগ গঠনের নির্দেশ দেন।