‘আইসক্রিম’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় অভিনেত্রী নাজিফা তুষির। তারপর ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্মে কাজ করে প্রশংসিত হয়েছেন
তবে সবচেয়ে আলোচিত হন ‘হাওয়া’ সিনেমায় অভিনয় করে।
সিনেমাটির সফলতা ক্যারিয়ারে অনেকটা এগিয়ে দিয়েছে তুষিকে। তবে সিনেমাটি মুক্তির তিন বছর পার হয়ে গেলেও পর্দায় দেখা যায়নি তাকে। তবে ইতোমধ্যেই তিনি শেষ করেছেন দুটি সিনেমার কাজ। যা এখনও মুক্তির অপেক্ষায়।
এর মাঝেই নতুন একটি সুখবর এলো তুষির ভক্তদের জন্য। ‘রঙ্গমালা’ হলেন এই অভিনেত্রী। সিনেমার নাম ‘সখী রঙ্গমালা’। এর কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে ‘হাওয়া’র এই নায়িকাকে।
অষ্টাদশ শতকের নোয়াখালীর জমিদার পরিবারের কাহিনি ঘিরে ২০০ বছরেরও আগের আখ্যান নিয়ে লেখা প্রখ্যাত কথাসাহিত্যিক শাহীন আখতারের ‘সখী রঙ্গমালা’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। সরকারি অনুদানে এটি নির্মাণ করছেন ‘চন্দ্রাবতী কথা’র পরিচালক এন রাশেদ চৌধুরী।
২০২৩-২৪ সালে সরকারি অনুদানপ্রাপ্ত ‘সখী রঙ্গমালা’র রঙ্গমালা চরিত্রে নাজিফা তুষি এবং ফুলেশ্বরী চরিত্রে অভিনয় করছেন স্বর্ণালী চৈতি। আরও অভিনয় করেছেন স্বর্ণালী চৈতি, প্রান্তর দস্তিদার, মোস্তাফিজুর নূর ইমরান, তৌফুকুল ইমন, শিল্পী সরকার অপুসহ অনেকে। চলতি বছরে শেষদিকে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
‘সখী রঙ্গমালা’ প্রসঙ্গে নাজিফা তুষি জানিয়েছেন, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সিনেমার শুটিং করছেন তিনি। ইতোমধ্যেই প্রথম লটের শুটিং শেষ করেছেন। শিগগিরই অংশ নেবেন দ্বিতীয় লটের কাজে।
নির্মাতা এন রাশেদ চৌধুরী বলেন, প্রখ্যাত কথাসাহিত্যিক শাহীন আখতারের ‘সখী রঙ্গমালা’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করছি। যেহেতু অনুদানের সিনেমা, সেটার প্রথমাংশ পাবার পর সিনেমাটি প্রায় ৪০ ভাগ অংশের শুটিং শেষ করেছি। বাকি অংশের কাজও শিগগিরই শেষ করব।