রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে দলটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
শনিবার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন নুরকে দেখতে এবং তার চিকিৎসার খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।
তিনি বলেন, নুরের অবস্থা গুরুতর। তার মাথায় ও নাকে গুরুতর আঘাত রয়েছে। মেডিকেল বোর্ড তার চিকিৎসা করছে।
গত শুক্রবার (২৯ আগস্ট) রাতে বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে গণধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষে এ ঘটনা ঘটে। পরে দুপক্ষকে ছত্রভঙ্গ করে আইনশৃঙ্খলা বাহিনী।
আবার উত্তেজনা তৈরি হলে গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে। এতে গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর এবং দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত হওয়ায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাতে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।