Sunday, April 20, 2025
More
    Homeবিনোদননিরব আসছেন গোলাপ হয়ে

    নিরব আসছেন গোলাপ হয়ে

    নতুন সিনেমা নিয়ে আসছেন নিরব হোসেন। থ্রিলার ঘরানায় ‘গোলাপ’ নামের সিনেমাটি বানাবেন সামসুল হুদা। সাধারণত বিকেল বা সন্ধ্যায় সিনেমার পোস্টার রিলিজ দেওয়া হয়। তবে গোলাপ সিনেমার ফার্স্টলুক পোস্টার প্রকাশ করা হলো গতকাল রোববার সকালে, সোশ্যাল মিডিয়ায়।

    এ প্রসঙ্গে নিরব বলেন, ‘সবাই সন্ধ্যায় বা রাতে পোস্টার শেয়ার করে সিনেমার ঘোষণা দেয়। আমরা একটু ভিন্নভাবে চিন্তা করলাম। শুক্র ও শনিবার ছুটি কাটানোর পর রোববার থেকে আবার কাজ শুরু হয়। সিনেমা আমাদের পেশা। সেই জায়গা থেকে মনে হলো, সপ্তাহের শুরুটা হোক গোলাপ সিনেমার খবর দিয়ে।’

    গোলাপ সিনেমার নামভূমিকায় অভিনয় করবেন নিরব। সিনেমার গল্প নিয়ে তিনি বলেন, ‘থ্রিলার গল্পে তৈরি হয়েছে গোলাপের চিত্রনাট্য। সঙ্গে অ্যাকশনও আছে। মূলত, এটি পলিটিক্যাল থ্রিলার। ছোট একটি শহরের রাজনৈতিক দৃশ্যপট। গল্পটি ভালো লাগবে সবার।’

    এ সিনেমার মাধ্যমেই প্রায় বছরখানেক পর নতুন সিনেমার খবরে পাওয়া গেল নিরবের নাম। এই এক বছর তিনি ব্যস্ত ছিলেন বিভিন্ন বিজ্ঞাপন, অ্যাওয়ার্ড শো নিয়ে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের। অভিনেতা বলেন, ‘গত বছর প্রথম দিকে শুরু করেছিলাম “অপারেশন জ্যাকপট” সিনেমার শুটিং। বিভিন্ন লটে প্রায় দেড় মাস শুটিং করেছি। এ ছাড়া গত বছর প্রায় সাড়ে চার মাস দেশের বাইরে ছিলাম বিভিন্ন কাজে। আর জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সিনেমা ইন্ডাস্ট্রি অনেকটাই স্থবির হয়ে পড়েছিল। তাই নতুন সিনেমার ঘোষণা আসতে কিছুটা সময় লাগল।’

    নিরব জানালেন, গোলাপ সিনেমার শুটিং শুরু হবে আগামী ফেব্রুয়ারিতে। গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস। সিনেমাটি নির্মিত হচ্ছে গল্পওয়ালা প্রোডাকশনের ব্যানারে। চলতি বছরেই কোনো উৎসবে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এতে নিরবের বিপরীতে কাকে দেখা যাবে তা এখনই প্রকাশ করতে চাইছেন না নির্মাতা। তিনি জানিয়েছেন, শুটিং শুরুর আগেই প্রকাশ করা হবে নায়িকার নাম।

    সর্বশেষ

    ঝামেলামুক্ত ঈদের জন্য কর্মকর্তাদের ধন্যবাদ দিলেন প্রধান উপদেষ্টা

    জেড নিউজ, ঢাকা: নয় দিনব্যাপী উৎসবে কোনো মহাসড়কে যানজট ছাড়াই...

    নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী অঙ্গসংগঠনের ১০ জন গ্রেফতার

    রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও...

    অবাক বিস্ময়ে টিউলিপের পল্টি দেখছে দেশবাসী

    কথায় আছে, নিজে বাঁচলে বাপের নাম। আর তো নানা-দাদা...

    গুমে জড়িতদের বিচার দাবিতে ‘মায়ের ডাক’র মানববন্ধন, ট্রাইব্যুনালে স্মারকলিপি

    জেড নিউজ, ঢাকা বলপূর্বক গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং 'আয়নাঘর' পরিচালনায়...

    আরও সংবাদ

    ঝামেলামুক্ত ঈদের জন্য কর্মকর্তাদের ধন্যবাদ দিলেন প্রধান উপদেষ্টা

    জেড নিউজ, ঢাকা: নয় দিনব্যাপী উৎসবে কোনো মহাসড়কে যানজট ছাড়াই...

    নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী অঙ্গসংগঠনের ১০ জন গ্রেফতার

    রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও...

    অবাক বিস্ময়ে টিউলিপের পল্টি দেখছে দেশবাসী

    কথায় আছে, নিজে বাঁচলে বাপের নাম। আর তো নানা-দাদা...