জেড নিউজ, ঢাকা।
চলমান রমজানে নিত্যপণ্যের বাজার অনেকটাই স্থিতিশীল। দুয়েকটি পণ্য নিয়ে কারসাজির চেষ্টা হলেও সেসব পণ্যের দাম বাড়েনি। ফলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তির ভাব লক্ষ্য করা যাচ্ছে। যদিও এই স্বস্তির ভাব এখন দেশের সামগ্রিক অর্থনীতিতেও। কেননা হাসিনার আমলের ভঙ্গুর অর্থনীতি এখন ক্রমেই হচ্ছে সবল। বাড়ছে রেমিট্যান্স প্রবাহ, বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ।
গণমাধ্যমের খবর বলছে, গত এক মাসের ব্যবধানে নিট রিজার্ভ বেড়েছে ৯৫ কোটি ডলার। গত রোববার দিনের শুরুতে রিজার্ভ বেড়ে হয় ২ হাজার ১৯ কোটি ডলার, যা গত ফেব্রুয়ারির শুরুতে নিট রিজার্ভ ছিল ১ হাজার ৯৯৬ কোটি ডলার।
সংশ্লিষ্টরা বলছেন, রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয় বাড়ায় এবং আমদানির আড়ালে টাকা পাচার বন্ধ হওয়ায় দেশের রিজার্ভ বাড়ছে। এছাড়া দেশের বৈদেশিক মুদ্রা খরচ কমায়ও ইতিবাচক প্রভাব পড়েছে রিজার্ভে। ফেব্রুয়ারি মাসে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় দেশে আসায় দেশের সামগ্রিক অর্থনীতিতে এখন সুবাতাস বইতে শুরু করেছে বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা।