ভারতীয় কিছু গণমাধ্যম যেন মিথ্যা প্রচারের কারখানা হয়ে উঠেছে। নিজেদের দেশে প্রতিদিন ঘটে যাওয়া দাঙ্গা, নির্যাতন, সংখ্যালঘু নিপীড়ন ও দলিতদের ওপর সহিংসতা আড়াল করতে তারা সুযোগ পেলেই বাংলাদেশকে টার্গেট করছে হরহামেশা।
সাম্প্রতিক সময়ে তারা দাবি করছে—বাংলাদেশে নাকি প্রতিদিন খুনোখুনি চলছে, আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে, সংখ্যালঘুরা চরম নির্যাতনের শিকার। বাস্তবে এগুলো ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ছাড়া কিছুই নয়।
কারন বাংলাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি দক্ষিণ এশিয়ার বহু দেশের তুলনায় ভালো। শহর থেকে গ্রাম পর্যন্ত অপরাধ দমনে আধুনিক প্রযুক্তি, পুলিশি তৎপরতা ও জনসম্পৃক্ততা কার্যকর ভূমিকা রাখছে। অপরাধের ঘটনা ঘটলে অর্ন্তবর্তী সরকারে নির্দেশনায় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিচ্ছে এবং অপরাধীদের বিচারের মুখোমুখি করা হচ্ছে ।
এছাড়া সংখ্যালঘু নিরাপত্তার ক্ষেত্রেও বাংলাদেশ একটি অনুকরণীয় উদাহরণ। দুর্গাপূজা, ঈদ, বড়দিন বা বুদ্ধপূর্ণিমাসহ সব ধর্মীয় উৎসব সকল সম্প্রদায়ের মানুষ মিলেমিশে উদযাপন করছে । বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও তা ব্যক্তিগত পর্যায়ের যা সরকার দোষীদের দ্রুত বিচারের মুখোমুখি করছে।
ভারতের অনেক রাজ্যে যেখানে সংখ্যালঘুদের বিরুদ্ধে পরিকল্পিত সহিংসতা ঘটে, সেখানে বাংলাদেশে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি দৃঢ় ভিত্তিতে দাঁড়িয়ে আছে। কিন্তু ভারতীয় কিছু মিডিয়া নিজেদের গৃহদাহ ঢাকতে বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালায়, যেন নিজেদের জনগণ ও আন্তর্জাতিক অঙ্গনের চোখ অন্যদিকে ফেরানো যায়।
জেড নিউজ, ঢাকা।