নগরের বায়ু দূষণের মাত্রা কমিয়ে আনতে সড়কে তিন বেলা পানি ছেটানোর উদ্যোগ নিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। একাজ তদারকি করতে পানি ছেটানোর গাড়িতে জিপিএস বসানো হবে বলেও জানানো হয়। একইসঙ্গে নগর পরিষ্কার রাখতে ঝাড়ুদারদের বেতন বাড়ানোর উদ্যোগ নিচ্ছে ডিএনসিসি।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) গুলশানে নগর ভবনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।
তিনি বলেন, শহরের ধুলা নিয়ন্ত্রণে নাগরিকদের সচেতন হতে হবে। ঢাকার কোথায় রাস্তার কাজ চলছে, কোথায় নির্মাণ কাজ চলছে সেই তথ্য আমরা পাচ্ছি না। সিটি করপোরেশনের পক্ষ থেকে যে পানি ছেটানো হচ্ছে, তা এখন থেকে জিপিএস ম্যাপিংয়ের মাধ্যমে ট্র্যাক করার উদ্যোগ নেওয়া হয়েছে। ধুলা নিয়ন্ত্রণে এখন থেকে দিনে তিনবার সড়কে পানি দেওয়া হবে। সকাল ৮টা, বিকালে এবং রাত ১০টায়।
নগর পরিষ্কার রাখতে ঝাড়ুদারদের বেতন বাড়ানো হবে জানিয়ে তিনি বলেন, যারা ঝাড়ু দেয় তাদের বেতন খুব সামান্য। সিটি করপোরেশন থেকে ঠিকই বাজেট দেওয়া হয়। সেখান থেকে ইজারা কোম্পানির পর তারা যা পায়, তা তাদের কাজের প্রতি আগ্রহ তৈরি করে না। যে কারণে ঝাড়ু দেওয়ার কাজে নানা ফাঁক ফোকর রয়েছে। আমরা চেষ্টা করছি তারা যেন পুরো বেতনটা পায়। তাদের সুযোগ সুবিধা বাড়িয়ে কাজের মান বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।