বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান এই মুহূর্তে কোথায়? তিনি কি দিল্লিতে, নাকি ভারতের অন্য কোনো নিরাপদ আস্তানায় রয়েছেন। তা নিয়ে চলছে বিস্তর আলোচনা।
ঢাকায় প্রাপ্ত একাধিক সূত্রের বরাত দিয়ে একটি দৈনিক বলছে, হাসিনাকে দিল্লি থেকে সরানো হয়েছে। যদিও ভারত সরকারের তরফে কিছুই বলা হয়নি। তবে সূত্রগুলোর দাবি, তাকে ইস্টার্ন কমান্ডের কোনো একটি নিরাপদ জোনে রাখা হয়েছে।
ওই খবরে বিস্তারিত কিছু না লিখলেও হাসিনার অবস্থান নিয়ে একটি ধোঁয়াশা সৃষ্টি করা হয়েছে। চব্বিশের ৫ই আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর তাকে দিল্লিতে নিয়ে যায় মোদি সরকার।
এরপর নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে হাসিনাকে নিয়ে জমে ওঠে জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি। ভারতের পার্লামেন্টেও তাকে নিয়ে জোর বিতর্ক ওঠে। তাকে আশ্রয় দিয়ে বিরোধীদের তোপের মুখে পড়ে নরেন্দ্র মোদি সরকার।
জেড নিউজ, ঢাকা