দেশের আর্থসামাজিক উন্নয়ন ও অগ্রগতির জন্য দক্ষ ও কর্মক্ষম জনশক্তি গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দক্ষ ও কর্মক্ষম জনশক্তি ছাড়া দেশ, জাতি ও সমাজকে এগিয়ে নেওয়া যাবে না উল্লেখ করে তিনি বলেন, অসংক্রামক রোগের চিকিৎসা করতে গিয়ে অনেক পরিবার দরিদ্র হয়ে যাচ্ছে।
বুধবার অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যের ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে অসংক্রামক রোগ প্রতিরোধে ৩৪ মন্ত্রণালয় ও বিভাগের সচিব স্বাক্ষরিত যৌথ ঘোষণাপত্র প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন।
প্রধান উপদেষ্টা বলেন, বর্তমানে দেশের প্রায় ৭১ শতাংশ মানুষ অসংক্রামক রোগে মারা যাচ্ছে। ৭০ শতাংশ মানুষ নিজের পকেটের টাকায় চিকিৎসা নিচ্ছে। এতে দারিদ্র্যতা বাড়ছে। খাদ্যাভ্যাস ও কিছু অভ্যাস পরিবর্তনের মাধ্যমে এসব অসংক্রামক রোগ প্রতিরোধ করা সম্ভব।
স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমরা স্বাস্থ্যবান্ধব কর্মসূচি ও স্বাস্থ্যনীতি গ্রহণ করবো। এ বিষয়ে সকলের সহযোগিতা প্রয়োজন। আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।
প্রধান উপদেষ্টা বলেন, গত বছর ৫ আগস্টের পর দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এতে সক্রিয় সহযোগিতা করছে ।
এছাড়া অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, হার্টের রোগ, ক্যান্সার, লিভার ও কিডনি রোগে আক্রান্ত হয়ে বহু মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। সরকারের একার পক্ষে এ মহামারি নিরাময় সম্ভব নয়। তাই সব শ্রেণি-পেশার নাগরিককে এগিয়ে আসতে হবে। প্রতিটি পরিবারকেও দায়িত্ব নিতে হবে।
জেড নিউজ , ঢাকা ।