থামছে না রোহিঙ্গা অনুপ্রবেশ, বিপাকে বাংলাদেশমিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে নতুন করে আরো লক্ষাধিক রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটলেও তাদের স্থান সংকুলান হচ্ছে না। প্রাণ বাঁচিয়ে সীমান্ত পাড়ি দিতে পারলেও এসব রোহিঙ্গার দিন কাটছে এখন অত্যন্ত মানবেতরভাবে।
এদিকে নতুন আসা রোহিঙ্গাদের আবাসস্থলের ব্যবস্থা করতে বাংলাদেশকে চিঠি দিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। তবে নতুন করে বিপুল সংখ্যক শরনার্থীর আবাসনের ব্যবস্থা করা সম্ভব নয় বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এছাড়া নতুন আসা রোহিঙ্গাদের আইরিশের মাধ্যমে পরিচয় শনাক্ত করতেও এখনো অনুমতি দেয়নি সরকার।সূত্র জানায়, ২০২৩ সালের নভেম্বর থেকে দেড় বছরে আসা রোহিঙ্গাদের নতুন হিসাবে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি এসেছে ২০২৪ সালের মে-জুনের পর। বর্তমানেও প্রায় প্রতিদিন রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকছে। এসব রোহিঙ্গার অধিকাংশই বর্তমানে কক্সবাজারে ২০টি ক্যাম্পে তাদের আত্মীয়-স্বজনদের বাসায় আশ্রয় নিয়েছে। আশ্রয়ের পাশাপাশি এসব রোহিঙ্গা তীব্র খাদ্য সঙ্কটে রয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্টরা বলছেন, নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে প্রায় ২০ লাখ রোহিঙ্গা শরনার্থী নিয়ে বাংলাদেশের যখন ত্রাহি অবস্থা, তখন ধীরে ধীরে সরে যাচ্ছে বৈশ্বিক ফোকাসও। মাথাপিছু বাজেট কমার সঙ্গে সঙ্গে তাদের প্রত্যাবাসন নিয়েও কমেছে আন্তর্জাতিক চাপ। এই পরিস্থিতি বাংলাদেশের জন্য উদ্বেগ আর উৎকণ্ঠার জন্ম দেওয়ার পাশাপাশি সামাজিক ও রাষ্ট্রীয় অস্থিরতা সৃষ্টি করছে বলেও অনেকে মনে করছেন।
জেড নিউজ, ঢাকা।