একদিনে দেশের তিন সীমান্ত দিয়ে ৩৪ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী, বিএসএফ। এরমধ্যে, পঞ্চগড় সদর উপজেলার ঘাগড়া সীমান্ত দিয়ে ১৩ জন নারী, ৯ জন পুরুষ ও এক শিশুসহ ২৩ জনকে পুশইন করেছে বিএসএফ।
পুলিশ জানিয়েছে, আটকৃত ব্যক্তিরা বাংলাদেশের সাতক্ষীরা, যশোর, নড়াইল ও লালমনিরহাট জেলার বাসিন্দা। তারা ভারতের মুম্বাইসহ বিভিন্ন এলাকায় কাজ করতেন। তাদের পরিচিয় নিশ্চিত হওয়ার পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এছাড়া, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি সীমান্ত দিয়ে টানা বৃষ্টির সময় ৯ জনকে পুশইন করেছে বিএসএফ। পুশইনের শিকার নারী শিশুসহ ৯ জনকে আটকের পর থানায় দিয়েছে বিজিবি।
আটককৃতরা পুলিশকে জানিয়েছে, প্রায় ১০ বছর আগে তারা বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যান এবং গুজরাট প্রদেশের শচীন এলাকায় হকারি ব্যবসায় নিয়োজিত ছিলেন। আটকৃতরা নিজেদের বাংলাদেশি দাবি করেছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের বাড়ি নড়াইল জেলায়।
এদিকে, জয়পুরহাটের কয়া সীমান্ত এলাকা দিয়ে পাঁচ জনকে পুশইন করেছে বিএসএফ। জয়পুরহাট ২০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুর দৌলা বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা জানান, তারা দীর্ঘদিন আগে ভারতে চিকিৎসার জন্য গিয়েছিল। হঠাৎ বিএসএফ তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়।
জেড নিউজ, ঢাকা।