তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম—বাংলাদেশের ব্যাটিং লাইনআপের স্তম্ভ হয়ে ছিলেন লম্বা সময়। আজ শারজায় আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ সিরিজের দ্বিতীয় ওয়ানডের একাদশে নেই তিনজনের একজনও। সাকিব ও তামিম তো আগে থেকেই দলে নেই। প্রথম ওয়ানডেতে কিপিংয়ের সময় হাতের আঙুল ভেঙে যাওয়ায় এই সিরিজ থেকে ছিটকে পড়েছেন মুশফিক।
সাকিব, মুশফিক বা তামিমের একজনও ওয়ানডে দলে নেই—এই তিনজন খেলতে শুরু করার পর থেকে এমন ঘটনা বিরলই। বাংলাদেশের টানা ৩১০টি ওয়ানডে ম্যাচে এঁদের কেউ না কেউ দলে ছিলেনই। সময়ের হিসাবে ১৮ বছরেরও বেশি সময় পর এই তিনজনকে ছাড়া আজই প্রথম ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ দল। এমন ঘটনা সর্বশেষ ঘটেছে ২০০৬ সালের ৪ আগস্ট, সাকিব ও মুশফিকের ওয়ানডে অভিষেকের ঠিক আগের ম্যাচে।