Search for an article

Wednesday, July 9, 2025
Homeঅন্যান্যঢাবির ‘গ’ ইউনিটে ভর্তি পরীক্ষা নতুন করে নিতে চায় কর্তৃপক্ষ: আইনজীবী

ঢাবির ‘গ’ ইউনিটে ভর্তি পরীক্ষা নতুন করে নিতে চায় কর্তৃপক্ষ: আইনজীবী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্রে ভুল নিয়ে জটিলতা তৈরি হওয়ায়, নতুন করে এমসিকিউ পরীক্ষা নিতে আগ্রহ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (১৩ এপ্রিল) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের পক্ষে দায়িত্বপ্রাপ্ত আইনজীবী মো. শিশির মনির।

তিনি জানান, হাইকোর্টে আজ এই সংক্রান্ত রিটের শুনানি হতে পারে। রিটের শুনানির তালিকায় এটি ১৪৬ নম্বরে রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে নতুন করে এমসিকিউ পরীক্ষা নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে বলে জানান তিনি।

এর আগে, গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। কিন্তু প্রশ্নপত্রে একাধিক ভুল থাকায় পরীক্ষার নিরপেক্ষতা ও মূল্যায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এক পরীক্ষার্থী। ২০ ফেব্রুয়ারি তিনি উপাচার্য বরাবর পরীক্ষাটি বাতিল করে পুনরায় নেওয়ার আবেদন করেন। তবে কর্তৃপক্ষ সেই আবেদন আমলে না নেওয়ায় পরীক্ষার্থী হাইকোর্টে রিট দায়ের করেন।

রিটে বলা হয়, প্রশ্নপত্রে ভুল থাকায় এই পরীক্ষার ফল প্রকাশ ও পরবর্তী সব কার্যক্রম স্থগিত রাখা হোক। শুনানি শেষে ১৯ মার্চ বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন এবং ফল প্রকাশের ওপর স্থগিতাদেশ দেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষার সার্বিক নিরপেক্ষতা ও শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা থেকে নতুন করে এমসিকিউ পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। বিষয়টি এখন আদালতের ওপর নির্ভর করছে।

বিশ্লেষকরা বলছেন, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষায় এমন অনিয়ম দুঃখজনক। তারা মনে করছেন, বিশ্ববিদ্যালয়ের গ্রহণযোগ্যতা ও শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়া জরুরি।

সর্বশেষ

ইতিহাসের এই দিনে জেরুজালেম ঘিরে ধর্মীয় মিছিল শুরু করেছিল...

১০৯৯:  প্রথম ক্রুসেড (১০৯৬–১০৯৯) ছিল পোপ আরবান দ্বিতীয়ের আহ্বানে...

চট্টগ্রামে প্রথমবারের মতো জিকা ভাইরাস শনাক্ত

চট্টগ্রামে দুজনের শরীরে জিকা ভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার (৭...

কেমন আছেন ফরিদা পারভীন জানালো পরিবার

বরেণ্য লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন...

‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কারে মেসির হ্যাটট্রিক

ইন্টার মায়ামির জার্সি গায়ে তুলে যেন ‘প্লেয়ার অব দ্য...

আরও সংবাদ

ইতিহাসের এই দিনে জেরুজালেম ঘিরে ধর্মীয় মিছিল শুরু করেছিল...

১০৯৯:  প্রথম ক্রুসেড (১০৯৬–১০৯৯) ছিল পোপ আরবান দ্বিতীয়ের আহ্বানে...

চট্টগ্রামে প্রথমবারের মতো জিকা ভাইরাস শনাক্ত

চট্টগ্রামে দুজনের শরীরে জিকা ভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার (৭...

কেমন আছেন ফরিদা পারভীন জানালো পরিবার

বরেণ্য লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন...