সম্প্রতি ড. ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস। এ সফরে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন ও রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে উদ্যোগ নেয়ার কথা বলেন। জাতিসংঘ মহাসচিবকে নিয়ে রোহিঙ্গা শিবিরে গিয়ে লক্ষাধিক রোহিঙ্গাদের সাথে ইফতার করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।
ড. ইউনূসের এ সাফল্যে ঈর্ষান্বিত হয়ে পতিত স্বৈরাচার ও তাদের দোসররা বিষয়টিকে বিতর্কিত করতে অপপ্রচার শুরু করেছে। আওয়ামী গুজব লীগ তাদের ফেসবুক পেইজে- গত আগষ্টের বন্যায় ৫৮ লাখ ক্ষতিগ্রস্ত মানুষের সাথে ইউনুসকে দেখলাম না এক বেলা ভাত খেতে, অন্যদিকে লাখ রো’হিঙ্গা’দের সাথে ইফতার করছেন তিনি।
মূলত ড. ইউনূসের এ সাফল্যকে মেনে নিতে পারছেনা পতিত স্বৈরাচাররা। তাই তার এ উদ্যোগের সমালোচনা করে জনমনে প্রতিহিংসা তৈরী করতেই এ ধরনের অপপ্রচারে নেমেছে দলটির নেতা-কর্মীরা। এসব প্রচারণার মাধ্যমে সরকারে বিরুদ্ধে ষড়যন্ত্র করছে জনবিচ্ছিন্ন দলটি।
জেড নিউজ, ঢাকা