এবার সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে ভয়াবহ ভিত্তিহীন খবর প্রকাশ করলো ভারতীয় মিডিয়া আজতাক বাংলা। বাংলাদেশি এক ভারতীয় দালাল সাংবাদিকের বরাত দিয়ে প্রকাশিত ওই খবরে বলা হয়, সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস সেনা প্রধান ওয়াকারকে হত্যার টার্গেট করেছিলেন। সেটি বুঝতে পেরেই সম্প্রতি প্রধান উপদেষ্টার চায়ের আমন্ত্রণ বাতিল করেন সেনাপ্রধান।
বাংলাদেশের নানা বিষয় নিয়ে বরাবরই ভিত্তিহীন ও মনগড়া তথ্য প্রচার করে থাকে ভারতীয় এই টেলিভিশন চ্যানেলটি। সেক্ষেত্রে সহিদুল হাসান খোকন নামের ওই সাংবাদিকের মতো বেশ কিছু আওয়ামী দোসর সাংবাদিকই তাদের তথ্যের উৎস।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই সাংবাদিক ভারতীয় একটি টেলিভিশন চ্যানেলের হয়ে কাজ করতেন। সেই সূত্রে ভারতীয় হাইকমিশনের সঙ্গে ছিলো তার আঁতাতের সম্পর্ক। তবে পাঁচ আগস্টের পর ওই সাংবাদিককে আর প্রকাশ্যে দেখা যায়নি।
সংশ্লিষ্টরা বলছেন, ভারতীয় মিডিয়া বাংলাদেশ নিয়ে যেসব খবর প্রকাশ করে তার প্রায় সবটুকুই গুজব নির্ভর। তাদের উদ্দেশ্য দুর্দিনে আওয়ামী লীগের পাশে দাঁড়ানো। এটি করতে গিয়ে তারা বারবারই এমন সব খবর প্রকাশ করছে, যা বাংলাদেশ তো বটেই ভারতের মানুষের মধ্যেই হাস্যরসের সৃষ্টি করছে।
জেড নিউজ, ঢাকা।