দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বুধবার দুপুরে এক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হবেন মুক্ত বিশ্বের জন্য ‘মোসিহ’ বা ত্রাণকর্তা- যার অপেক্ষায় আমরা সবাই ছিলাম।
প্রফেসর ইউনূস আশা প্রকাশ করেন যে, ডোনাল্ড ট্রাম্প বিশ্ব মানবতার জন্য নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টি করবেন এবং আমাদের এমন যায়গায় নিয়ে যাবেন, যেখানে আমরা আগে কখনো যাইনি।
নিজেকে ২০১৬ সাল থেকে ডোনাল্ড ট্রাম্পের একজন ভক্ত উল্লেখ করে ড. ইউনূস তাকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান।