রাত পোহালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ, ডাকসু নির্বাচন। মঙ্গলবার ভোটের দিন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে হবে ভোটগ্রহণ। মোট ভোটার ৩৯ হাজার ৭৭৫ জন। ছাত্র ২০ হাজার ৮৭৩ এবং ছাত্রী ১৮ হাজার ৯০২ জন। ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৭১ জন প্রার্থী। এরমধ্যে নারী প্রার্থী ৬২ জন।
নির্বাচনকে স্বচ্ছ ও নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশন নতুন কিছু পদক্ষেপ নিয়েছে। তাদের ঘোষণা অনুযায়ী, ভোট শুরু হওয়ার আগে সাংবাদিকদের সামনে ফাঁকা ব্যালট বাক্সগুলো সিলগালা করা হবে। ভোট গণনার পুরো প্রক্রিয়াটি এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হবে।
প্রধান রিটার্নিং কর্মকর্তা জসীম উদ্দীন জানিয়েছেন, নির্বাচন ঘিরে ইতোমধ্যেই ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোমবার বিকেল থেকে ঢাবি মেট্রো স্টেশন বন্ধ। ওইদিন রাত ৮টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ বন্ধ থাকবে।
এরআগে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর প্রচার চলে গত ১৩ দিন। এই সময়ে আচরণবিধি লঙ্ঘনের বড় কোনো অভিযোগ ওঠেনি। শিক্ষার্থীদের নানা প্রতিশ্রুতি দেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা।
অনেকদিন পর প্রতিনিধি নির্বাচন হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ফলে নির্বাচন ঘিরে ক্যাম্পাস বেশ সরগরম। তৈরি হয়েছে উৎসবের আমেজ। ক্যাম্পাসে সৌহার্দ্য–সম্প্রীতির এই পরিবেশ ভোট গ্রহণ থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত বজায় থাকবে, এমন প্রত্যাশা সবার।
জেড নিউজ, ঢাকা।