Friday, July 4, 2025
More
    Homeঅর্থনীতিট্রেন্ডি নতুন পোশাকে চোখ সবার

    ট্রেন্ডি নতুন পোশাকে চোখ সবার

    ঈদের কেনাকাটায় রাজধানীবাসীর আস্থার জায়গা ‘যমুনা ফিউচার পার্ক’। দক্ষিণ এশিয়ার বৃহত্তম এই শপিংমলে শীতাতপ নিয়নি্ত্রত পরিবেশে এক ছাদের নিচে রয়েছে দেশি-বিদেশি সব ব্র্যান্ডের শোরুম। তাই কেনাকাটায় ক্রেতার পছন্দের শীর্ষে যমুনা ফিউচার পার্ক। সব ব্র্যান্ডের সর্বাধুনিক ও ট্রেন্ডি পোশাক পাওয়া যাচ্ছে এখানে। সবার চোখ এখন নতুন জামাতেই। পাশাপাশি জুতা আর কসমেটিকসও আছে।

    রোজা শুরুর পর থেকেই যমুনা ফিউচার পার্কে ঈদের কেনাকাটা জমে উঠেছে। শনিবার ছিল রমজানের সপ্তম দিন। শপিংমলের বিশাল পরিসরে হাজার হাজার মানুষ অনায়াসে কেনাকাটা করতে পারেন। দুপুরের পর থেকে কেনাকাটা পুরোপুরি জমে ওঠে। সন্ধ্যার পর তা আরও জমজমাট হয়।

    যমুনা ফিউচার পার্কে আড়ংয়ের আউটলেটে গিয়ে দেখা যায়, প্রচুর মানুষের সমাগম হয়েছে সেখানে। ছেলেদের ঈদের প্রধান আকর্ষণ পাঞ্জাবি। আড়ংয়ে এবার সুতি, সিল্ক মিলিয়ে বাহারি সব পাঞ্জাবি এসেছে। ১ হাজার ৫০০ থেকে ৮ হাজার টাকায় পাঞ্জাবি পাওয়া যাচ্ছে এখানে। মেয়েদের শাড়ি, সালোয়ার কামিজ ঘিরেই আগ্রহ সবার। আছে শিশুদের বাহারি সব পোশাকও।

    কে ক্রাফটের শোরুমে গিয়ে দেখা গেল সাদা, কালো, লাল, নীল, সবুজ নানা রঙের পাঞ্জাবি পাওয়া যাচ্ছে। সুতি, ভয়েল, ব্র্যান্ডের কটন এসব পাঞ্জাবির দাম পড়বে ১ হাজার ৫০০ থেকে ৫ হাজার টাকা। শাড়ি পাওয়া যাচ্ছে হাফ সিল্ক, অরতানজা এবং সুতির। এগুলোর দাম পড়বে ১ হাজার ৮০০ থেকে ১৮ হাজার টাকা। থ্রি-পিস পাওয়া যাচ্ছে ৩ হাজার থেকে ১০ হাজার টাকায়।

    কে ক্রাফটের ব্র্যাঞ্চ ম্যানেজার এমডি মুজাহারুল ইসলাম যুগান্তরকে বলেন, শুক্রবার থেকেই ঈদের কেনাকাটা শুরু হয়েছে। সামনে সময় যত যাবে তত কেনাকাটা বাড়বে বলে আশা করছি।

    এদিকে যমুনা ফিউচার পার্কে ঈদ কেনাকাটায় আকর্ষণীয় ক্যাম্পেইনের আয়োজন করেছে স্বনামধন্য শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপ। ঈদ ঘিরে যমুনা ফিউচার পার্কে কেনাকাটা করে কোটি টাকার উপহার জেতার সুযোগ করে দিয়েছে। এ অফারের আওতায় শপিংমলের যে কোনো শোরুম থেকে সর্বনম্নি ২ হাজার টাকার কেনাকাটা করলেই থাকছে টিভি, ফ্রিজ, ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক পণ্যসহ বিভিন্ন আকর্ষণীয় উপহার জেতার সুযোগ। এই ক্যাম্পেইন চলবে চাঁদরাত পর্যন্ত। ক্রেতারা যাতে সহজে উপহার পেতে পারেন, সেজন্য শপিংমলের সেন্টার কোর্টে গিফটের পৃথক বুথ করা হয়েছে। পণ্য ক্রয়ের রসিদ নিয়ে সেখানে থাকা কিউআর কোড দিয়ে তথ্য দেওয়ার সঙ্গে সঙ্গে ক্রেতা উপহার জিতলে বুথ থেকে সংগ্রহ করতে পারছেন।

    সর্বশেষ

    জুলাইয়ের মধ্যেই অবস্থান নির্ধারণে আশাবাদী আলী রীয়াজ

    জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, চলতি...

    ২ জুলাই : দাবি আদায়ে শাহবাগ অবরোধ করেন শিক্ষার্থীরা

    পহেলা জুলাই তিন দিনের কর্মসূচীর ডাক দেয় বৈষম্য বিরোধী...

    ৯ কোটি টাকা সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র

    ৩২টি চলচ্চিত্র নির্মাণের জন্য ৯ কোটি টাকা অনুদান দেওয়ার...

    মিয়ানমারকে হারানোর লক্ষ্য মেয়েদের

    এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্বে দুর্দান্ত শুরু করেছে...

    আরও সংবাদ

    জুলাইয়ের মধ্যেই অবস্থান নির্ধারণে আশাবাদী আলী রীয়াজ

    জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, চলতি...

    ২ জুলাই : দাবি আদায়ে শাহবাগ অবরোধ করেন শিক্ষার্থীরা

    পহেলা জুলাই তিন দিনের কর্মসূচীর ডাক দেয় বৈষম্য বিরোধী...

    ৯ কোটি টাকা সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র

    ৩২টি চলচ্চিত্র নির্মাণের জন্য ৯ কোটি টাকা অনুদান দেওয়ার...