জেড নিউজ, ঢাকা ।
দ্বিতীয় মেয়াদে ট্রাম্প দায়িত্ব নেয়ার পর থেকেই বিভিন্ন দেশের সঙ্গে বানিজ্য চুক্তি বাতিলসহ আর্থিক সহায়তা দেওয়া বন্ধের সিদ্ধান্ত নেয়। যেখান থেকে বাদ যায়নি ট্রাম্পের বন্ধু দাবি করা খোদ মোদির ভারতও ।
বিভিন্ন পন্থা অবলম্বন করেও ট্রাম্পের মন পেতে যখন ব্যর্থ মোদির ভারত, ঠিক তখনই নিজেদের ব্যর্থতা ঢাকতে বরাবরের মতো বেছে নিয়েছে বাংলাদেশেকে ।
তারই ধারাবাহিকতায় নিত্যদিনের মতো সেদেশীয় গনমাধ্যমগুলো বাংলাদেশ ও আমেরিকার সম্পর্ক নিয়ে ভুয়া সংবাদ প্রচার করছে ।
তারা বলছে, মুহাম্মদ ইউনূসের উপর বেজায় চটলেন ট্রাম্প । বাংলাদেশকে এবার কি করবে ডোনাল্ড ট্রাম্প..? ট্রাম্প দায়িত্ব গ্রহন করার পর অর্থিক সাহায্য বন্ধ করেছে বাংলাদেশে। এমন শিরোনামে সংবাদ প্রচার করে তারা পররাষ্ট্র উপদেষ্টার বাংলাদেশ ও আমেরিকা সম্পর্ক নিয়ে দেওয়া বিবৃতিকেও বিকৃত করে সংবাদ উপস্থাপন করছে ।
অথচ ট্রাম্পের এ আর্থিক সহায়তা বন্ধ শুধুমাত্র বাংলাদেশের জন্য নয় বরং বিশ্বের অনেক দেশের জন্যই প্রযোজ্য- যার মধ্যে ভারতও রয়েছে ।
তাই যেখানে নিজেদের মাথায়ই বিপদের বোঝা সেখানে অন্য দেশ নিয়ে কথা বলা ভারতের মুখে মানায় না বলে মনে করছেন বিশ্লেষকরা ।