জেড নিউজ , ঢাকা ।
ভোগ্যপণ্য ও শিল্পের কাঁচামাল আমদানির আড়ালে টাকা পাচার বন্ধ হওয়ায় বর্তমানে আমদানি বাড়ছে।এতে বাজারে পণ্যের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় মজুতের পরিমাণ বেড়েছে এবং খুচরা বাজারেও ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। ইতোমধ্যে কিছু পণ্যের দামও কমতে শুরু করেছে।আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্য হ্রাস এবং ঋণপত্রের মাধ্যমে আমদানি করা পণ্যের পুরো সরবরাহ নিশ্চিত হওয়ার কারণে আমদানির পরিমাণও বেড়েছে।
সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের পতন হলে ওই সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ীরা পালিয়ে যান বা আত্মগোপন করেন। তাদের অনেকেই এখন ব্যবসা-বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত নেই। এতে নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য অনেকটা কমে গেছে। পাশাপাশি আমদানিকারকের সংখ্যা বেড়েছে। ফলে পণ্যের আমদানি বাড়ছে।আগে আওয়ামী ঘনিষ্ঠ ব্যবসায়ীরা নিত্যপণ্য আমদানি ও সরবরাহ করার একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছিলেন। তারা নিজেদের মতো করে পণ্য আমদানি করে তা বাজারজাত করতেন।
এছাড়া ওই সিন্ডিকেট পণ্য আমদানির যে এলসি খুলত তার সব পণ্য আমদানি না করে তা বিদেশে টাকা পাচার করে দিত। নিত্যপণ্য তৈরির কাঁচামাল আমদানির ক্ষেত্রেও তারা একইভাবে টাকা পাচার করত। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের এক তদন্তে এসব তথ্য ওঠে এসেছে।তবে বর্তমান সরকার নতুন নীতির মাধ্যমে সিন্ডিকেট নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হওয়ায় নিত্যপণ্যের বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে।