অর্থনৈতিক উন্নয়ন এবং জনগণের জীবনযাত্রার মান উন্নত করার লক্ষ্যে বাংলাদেশ-পাকিস্তানকে নিয়ে নতুন ত্রিপক্ষীয় জোট গঠন করবে চীন। ব্যবসা, বিনিয়োগ, স্বাস্থ্য, পানি সম্পদসহ নানা খাতে সহযোগিতা গভীর করতে কাজ করবে এই জোট।
এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নবম চীন-দক্ষিণ এশিয়া মেলা এবং ষষ্ঠ চীন-দক্ষিণ এশিয়া সহযোগিতা বৈঠক বৃহস্পতিবার কুনমিংয়ে অনুষ্ঠিত হয়। এই বৈঠকে চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং, বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক এবং পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ইমরান আহমেদ সিদ্দিকী উপস্থিত ছিলেন।
বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, প্রতিবেশীসুলভ দৃষ্টিভঙ্গি, সমতা ও পারস্পরিক বিশ্বাস, উন্মুক্ততা ও অন্তর্ভুক্তি, অভিন্ন উন্নয়ন ও সবার সুফলের সহযোগিতা নীতির ভিত্তিতে সহযোগিতা প্রচারের জন্য তিন পক্ষ প্রতিশ্রুতিবদ্ধ।
তিন দেশ বাণিজ্য, শিল্প, সমুদ্রবিষয়ক, পানিসম্পদ, কৃষি, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য, শিক্ষা, যুব সম্পৃক্ততা, সংস্কৃতি ও চিন্তন প্রতিষ্ঠানের সহযোগিতাসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে যৌথ প্রকল্প খুঁজে দেখতে সম্মত হয়েছে। সম্মত উদ্যোগগুলো বাস্তবায়নের জন্য একটি ত্রিপক্ষীয় ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে। এ সহযোগিতার লক্ষ্য তিন দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জীবনযাত্রার মান উন্নত করা ।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ, চীন ও পাকিস্তানের ত্রিপক্ষীয় কাঠামো আক্ষরিকভাবে বহুপক্ষীয়তা ও উন্মুক্ত আঞ্চলিকতাবাদের ওপর ভিত্তি করে রচিত। আর এই কাঠামো কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে পরিচালিত নয়।
জেড নিউজ , ঢাকা ।