অবশেষে জুলাই সনদ প্রশ্নে একমত হয়েছে দেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সবগুলো রাজনৈতিক দল। ইতিমধ্যে এ বিষয়ে মতামত দিয়েছে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি। আর মতামত না দিলেও ইতিবাচক রয়েছে জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলনসহ অন্তত ১৩টি দল।
সংশ্লিষ্টরা বলছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৫ আগস্টই প্রকাশ করা হচ্ছে জুলাই সনদ। এর মাধ্যমে জুলাই বিপ্লবের আনুষ্ঠানিক স্বীকৃতি এবং বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশের রূপরেখা প্রণয়ন করা হবে। ফলে রাজনৈতিক দলগুলো এই সনদের অপেক্ষায় রয়েছে।
এদিকে জুলাই সনদের প্রতি সমর্থন জানিয়ে ইতিমধ্যে নিজেদের অবস্থান স্পস্ট করেছে বিএনপি। দলটি সনদে সই করতে মুখিয়ে রয়েছে বলেও জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।
এদিকে সনদে সই করার প্রক্রিয়ার মধ্যে রয়েছে জামায়াতে ইসলামীও। দলটির সহকারী সেক্রেটারি জেনারেলহামিদুর রহমান আযাদ বলেছেন, সনদে মতামত দিতে বিশেষজ্ঞদের নিয়ে কাজ করছেন তারা।
আর জাতীয় গণতান্ত্রিক পার্টি-এনসিপি, গণঅধিকার পরিষদ, এবি পার্টিসহ অন্যান্যরাও জুলাই সনদ নিয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে বলে জানা গেছে। অপরদিকে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা যায় সেই পথ খুঁজে ফিরছে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তব্র্তী সরকার।
জেড নিউজ, ঢাকা।