চব্বিশের বিপ্লব পরবর্তী রাজনৈতিক মতানৈক্যের একটি বড় ইস্যু ছিলো জুলাই ঘোষণাপত্র। বিপ্লবের পক্ষের শক্তি বিশেষ করে ছাত্রদের ভবিষ্যত সুরক্ষার কথা মাথায় রেখেই জরুরি ছিলো এই ঘোষণাপত্র। অবশেষে নানান যুক্তি তর্ক আর রাজনৈতিক বাহাস শেষে প্রায় চূড়ান্ত করা হয়েছে জুলাই সনদ। আগামী ৫ আগস্টের আগেই জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হবে বলে জানা গেছে।
ঐকমত্য কমিশন সূত্রে জানা গেছে, জুলাই সনদ চূড়ান্ত করার লক্ষ্যে প্রথম ধাপের আলোচনায় যেসব বিষয়ে সিদ্ধান্ত ও ঐকমত্য হয়েছে, সেগুলো ইতিমধ্যে লিখিত আকারে রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়েছে, দ্বিতীয় ধাপেরগুলোও শিগগিরই পাঠানো হবে। দলগুলোর পরামর্শ বা সংশোধনী নিয়ে সেগুলো সমন্বয় করে জুলাই সনদ খুব দ্রুত চূড়ান্ত করা হবে। এরপর সনদে রাজনৈতিক দলগুলোর সই নেওয়া হবে।
এরপর জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন করা হবে, সেটা নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা হতে পারে। এ বিষয়ে আগামীকাল রোববার ঐকমত্য কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, এ বিষয়ে কমিশন দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা অব্যাহত রাখার অনুরোধ করেছে। আগামী কয়েক দিন কমিশন এ নিয়ে কাজ করবে।
এদিকে জুলাই জাতীয় সনদ নিয়ে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদ যাতে বাস্তবায়িত হয়, সেই জন্য বিএনপি জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ।
সনদে সই করতে উদগ্রীব জামায়াতে ইসলাম, জাতীয় নাগরিক পার্টি, গণঅধিকার পরিষদসহ অন্যান্য দলগুলোও।
জেড নিউজ, ঢাকা।