জুলাই আন্দোলনে ছাত্র-জনতার রক্তে হাত রাঙ্গানো আওয়ামী লীগ ও তাদের দোসররা এখন আন্দোলন নিয়ে শুরু করেছে মিথ্যাচার। গণ হত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী পান্ডারা দায় এড়াতে নানা কূট কৌশলের আশ্রয় নিচ্ছে।
ছাত্র-আন্দোলন দমাতে আওয়ামী লীগের পেটোয়া পুলিশ বাহিনীর পাশাপাশি রাজপথে সরব ছিলো ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা। বিভিন্ন গণমাধ্যমের ফুটেজে দেখা গেছে মাঠে আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি ছাত্র-যুবলীগের সন্ত্রাসীদের গুলি চালাতে। কিছু কিছু স্থানে লং-রেইঞ্জ স্নাইপার দিয়ে গণহত্যা চালায় আওয়ামী পান্ডারা।
প্রায় দুই হাজার মানুষ হত্যার দায় মাথায় নিয়ে আওয়ামী সন্ত্রাসীরা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করে বলার চেষ্টা করছে, তারা নয় বরং আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা এসব হত্যাকান্ড চালিয়েছে। তারা বলছে, তাদের প্রতি ঘৃণা জন্মানোর জন্যেই স্নাইপার ভাড়া করে আনিয়ে মানুষ খুন করানো হয়েছে।
তবে, আওয়ামী লীগের এসব মিথ্যাচারকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে সর্বস্তরের মানুষ । দ্রুত গণহত্যাকারীদের বিচারের দাবীতে সোচ্চার দেশবাসী।
জেড নিউজ, ঢাকা।