জেড নিউজ, ঢাকা।
চব্বিশের জুলাই আন্দোলন! বাংলাদেশের ইতিহাসে এক অনন্য ঘটনা। বুক চিতিয়ে দেয়া সাহসী তরুন- তরুনীদের বিপ্লবের মধ্য দিয়ে তৈরী হয় এক নতুন বাংলাদেশের। তীব্র জনরোষের মুখে ক্ষমতা ছেড়ে দেশত্যাগে বাধ্য হয় ফ্যাসিস্ট হাসিনা। পতন ঘটে দীর্ঘ দেড় দশকের বেশী সময়ের একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থার। আর এই আন্দোলনে শুরু থেকে শেষ পর্যন্ত বড় ভূমিকা রাখেন দেশের নারীসমাজ।
জুলাই আন্দোলনে এমনই এক অভুতপূর্ব চিত্র দেখেছে বাংলাদেশ। বিশেষ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে নারী শিক্ষার্থীরা ছিল সবার সামনে। মিছিলে তাদেরই দেখা গেছে সামনের কাতারে। শুধু বিশ্ববিদ্যালয় নয়, দেশের নানা প্রান্তে কখনো সরাসরি রাজপথে থেকে, কখনো খাবার-পানির ব্যবস্থা করে, আবার কখনো আন্দোলনে আহতদের চিকিৎসা দিয়ে নারীরা দেখিয়েছেন অনন্য সাহসিকতা।
যে কোনো আন্দোলনে নারীর অংশগ্রহণ আন্দোলনকে অধিক মাত্রায় বেগবান করে তোলে। নারীর অংশগ্রহণ আন্দোলনে জনমত তৈরিতেও ভূমিকা রাখে। চব্বিশের জুলাই আন্দোলনও এর ব্যতিক্রম নয়। এই আন্দোলনেও নারীরা অসীম সাহসিকতার পরিচয় দিয়েছে। রাজপথে থেকে অন্য আন্দোলনকারীদের অনুপ্রাণিত করেছে।