বাংলাদেশে ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান শুধু শেখ হাসিনার পতনই ঘটায়নি, বরং ভারতের নরেন্দ্র মোদি সরকারের কূটনৈতিক ও রাজনৈতিক সমীকরণকেও ভেঙে দিয়েছে। সেই অস্বস্তির জ্বলন্ত প্রমাণ মিলল কলকাতার নির্মাতা সৌমিত্র দস্তিদারের তথ্যচিত্র “৩৬ জুলাই: স্টেটস ভার্সেস পিপলস” নিষিদ্ধ করার ঘটনায়।
৩৬দিন ধরে বাংলাদেশে চলা ছাত্র-জনতার গণঅভ্যুত্থান নিয়ে কলকাতার প্রখ্যাত নির্মাতা সৌমিত্র দস্তিদারের তথ্যচিত্র সম্প্রতি ভারতে নিষিদ্ধ করে দেয়া হয়েছে। ইউটিউবে প্রকাশিত এ তথ্যচিত্র ভারতে আর দেখা যাচ্ছে না, স্ক্রিনে ভেসে আসছে ঘোষণা— জাতীয় নিরাপত্তা বা আইনশৃঙ্খলা সম্পর্কিত সরকারি নির্দেশের কারণে ভিডিওটি এই দেশে দেখা যাবে না। সরকারের পক্ষ থেকে ভিডিওটি সরিয়ে ফেলার অনুরোধ সম্পর্কে আরও বিশদ বিবরণের জন্য গুগল স্বচ্ছতা প্রতিবেদন দেখার অনুরোধ করা হয়েছে।
৪৪ মিনিটের এই তথ্যচিত্রটিতে সৌমিত্র বাংলাদেশের অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরেছেন। এছাড়া বুদ্ধিজীবী, ছাত্রনেতা, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সাক্ষাৎকারে অভ্যুত্থানের আখ্যান উঠে এসেছে এ তথ্যচিত্রে। কিন্তু সেই আখ্যান ভারতের রাষ্ট্রযন্ত্র অস্বস্তিকর মনে করছে। ফলে ‘জাতীয় নিরাপত্তা’র অজুহাতে মূলত হাসিনা-প্রীতিরই প্রতিফলন ঘটাল মোদি সরকার।
কলকাতার বিশিষ্টজনরা ইতিমধ্যেই এ সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন। শিক্ষাবিদ তনিকা সরকার ও পরিচালক শৈবাল মিত্র মন্তব্য করেছেন—একটি প্রতিবেশী দেশের গণআন্দোলনের সত্যকে আড়াল করতে ভারত সরকারের এই অবস্থান গণতন্ত্রবিরোধী ও অযৌক্তিক।
জেড নিউজ ,ঢাকা ।