চলতি বছরের জুলাই মাসে ছড়ানো ভুয়া তথ্যসংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ – সিজিএস । প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এ বছরের জুলাই মাসে ২৯৬টি ভুয়া তথ্য শনাক্ত করে প্রতিষ্ঠানটি।
বিষয়ভিত্তিক ভুয়া তথ্যের ঘটনার মধ্যে ২২০টি ছিল রাজনীতি বিষয়ক। এ ছাড়া অনলাইন হোক্স ছিল ২৮টি, বিনোদন সংক্রান্ত বিভ্রান্তিমূলক তথ্য ২১টি, ধর্ম বিষয়ক ১৩টি, অর্থনীতি বিষয়ক ৬টি, কূটনৈতিক বিষয়ে ৫টি ও পরিবেশ সংক্রান্ত ছিল ৩টি।
তুলনামূলক বিবেচনায়, জুন মাসের চেয়ে জুলাইয়ে ভুয়া তথ্য কম ছড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এ ছাড়া সিজিএস প্রতিটি বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্যের ভুক্তভোগী বা টার্গেট শনাক্ত করেছে। সে অনুযায়ী জুলাই মাসে ভুয়া তথ্যের মূল ভুক্তভোগী বা টার্গেট ছিল দেশীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক ব্যক্তিত্বরা, দ্বিতীয় স্থানে আছে রাজনৈতিক দল। ভুয়া তথ্যের আরও লক্ষ্য ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেলিব্রিটি, ধর্ম, সরকারি প্রতিষ্ঠান, অন্তর্বর্তী সরকার, বেসরকারি প্রতিষ্ঠান, ধর্মীয় ব্যক্তিত্ব।
প্রতিবেদনে দেখা যায়, ভুয়া তথ্য ছড়ানোর প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম, যেখানে ২৯৬টি ঘটনার মধ্যে ২৮৯টি ঘটেছে ফেসবুক, ইউটিউব, টিকটক, থ্রেডস ও এক্স (টুইটার)-এর মতো প্ল্যাটফর্ম থেকে। বাকি ৭টি ভুয়া তথ্য অনলাইন নিউজ পোর্টালে ছড়ানো হয়েছে।
জেড নিউজ, ঢাকা।