নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে বর্তমানে সেখানে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রথম ম্যাচে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে জয় ভিন্ন কিছু ভাবছেন না অধিনায়ক জামাল ভূঁইয়া।
এই ম্যাচে নেই প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী। এছাড়া ফাহামেদুল ইসলাম খেলছেন অনূর্ধ্ব-২৩ দলে, আসেননি সমিত সোমও। মাঠে এই প্রবাসী খেলোয়াড়দের অভাব বোধ করছেন কিনা জানতে চাইলে জামাল বলেন, ‘আমি কখনো ভাবিনি কে নেই। মাঠে যারা আছে, তাদের নিয়েই লড়াই করতে হয়। আমার কাছে সবাই ভালো খেলেছে। ’
দ্বিতীয় ম্যাচের জন্য বিশেষ প্রস্তুতির কথাও জানান অধিনায়ক। তিনি বলেন, ‘একটি দলের সঙ্গে টানা দুই ম্যাচ খেললে তাদের শক্তি ও দুর্বলতা বোঝা যায়। আমরা আলোচনা করব কোথায় উন্নতি করা যায় এবং কীভাবে আরও ভালোভাবে প্রস্তুত হওয়া যায়। ’
প্রথম ম্যাচ ড্র হলেও দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য কোনো চাপ অনুভব করছেন না জামাল। তার ভাষায়, ‘বাংলাদেশ নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলবে। নেপালের দল বা তাদের খেলোয়াড় নিয়ে আমরা ভাবছি না। আমাদের লক্ষ্য নিজেদের সেরা পারফরম্যান্স দেওয়া। ’
আগামীকাল নেপালের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।