ভারতের অভ্যাস হলো নিজেদের ব্যর্থতা ঢাকতে প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো। বিশেষ করে বাংলাদেশ নিয়ে বারবার মিথ্যা খবর প্রচার তাদের নিত্যদিনের চর্চা ।
এবার নতুন করে চীনের ইয়ারলুং জাঙ্গু নদী, যা ভারত ও বাংলাদেশে ব্রহ্মপুত্র নামে পরিচিত, সেখানে বাঁধ নির্মাণ প্রকল্প নিয়ে ভুয়া খবরে সরব হয়েছে ভারতীয় মিডিয়াগুলো। তারা বলছে, ইউনূসের সাথে বন্ধুত্ব শেষ চীনের, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দিকে হেলতেই চীনা বাঁধ।
অথচ, বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্কের সাথে এ বাঁধ নির্মাণ প্রকল্পের কোনো সম্পর্কই নেই। কারণ, চীন এ প্রকল্প গ্রহণ করে আজ থেকে ৫ বছরে আগে। ২০২০ সালের নভেম্বরে ইয়ারলুং জাঙ্গু নদীতে ওই জল বিদ্যুৎ বাঁধ নির্মানের কথা জানান চীনা প্রধানমন্ত্রী ।
পরবর্তীতে গত বছরের ডিসেম্বরে এ প্রকল্পের অনুমোদন করে বেইজিং। এরপর গত রোববার চীনের প্রধানমন্ত্রী এ প্রকল্পের নির্মাণকাজ শুরু করার ঘোষণা দেন। যার ব্যয় ধরা হয়েছে ১৭ হাজার কোটি মার্কিন ডলার। বলা হচ্ছে, পূর্ণ উৎপাদনে গেলে এটি যুক্তরাজ্যের সারা বছরের বিদ্যুতের চাহিদার সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে পারবে।
কিন্তু ভাটির দেশগুলোতে এটি পানির নিরাপত্তা নিয়ে পুরোনো উদ্বেগকে নতুন করে নাড়া দিয়েছে। চীনের এ বাঁধ নির্মানে ভারত ও বাংলাদেশ উভয়ই ক্ষতিগ্রস্থ হতে পারে। কারন ব্রহ্মপুত্র নদ কৃষিকাজ, জলবিদ্যুৎ উৎপাদন ও পানীয় জলের জন্য দুই দেশেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সুতরাং, নিজের ঘাড়ে বিপদ নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার ভারতের নিছক মূর্খতা ছাড়া আর কিছুই না ।
জেড নিউজ , ঢাকা ।