শীঘ্রই রাষ্ট্রদ্রোহ মামলায় হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর জামিন মামলার রুল সংক্রান্ত শুনানি হতে চলেছে। ইদের ছুটির পরই এপ্রিল মাসে হাইকোর্ট খুলতেই প্রথম সপ্তাহেই মামলাটি উঠতে পারে এজলাসে। সম্প্রতি এই সংক্রান্ত নির্দেশ দেয় বিচারপতি মহম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি মহম্মদ আলি রেজার বেঞ্চ।
এই বিষয়ে চিন্ময় প্রভুর আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য জানান, ২৩ এপ্রিল এই রুলের উপর শুনানি হওয়ার কথা রয়েছে।এদিকে, ২৩ এপ্রিল আদৌ চিন্ময় দাসের জামিন হবে কিনা তা এখনই নিশ্চিত করে কিছুই বলা যায়না। কিন্তু তার আগেই চিন্ময়কে নিয়ে ভারতীয় মিডিয়ার চর্চা শুরু হয়ে গেছে। দেশটির মিডিয়াগুলো প্রচার করছে বাংলাদেশ নতি স্বীকার করে নিয়েছে। আর তাই চিন্ময়কে এবার জামিন দেয়া হবে। আদালতে বিচারাধীন বিষয় নিয়ে এমন সংবাদ প্রচার নীতি নৈতিকতা বিরোধী ও চরম মিথ্যাচার।
জেড নিউজ, ঢাকা।