জেড নিউজ, ঢাকা।
ক্ষুদ্র অর্থনীতির ধারণা দিয়ে বিশ্বব্যাপী পরিচিতি পান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। আর শান্তিতে নোবেল জয়ের পর তার সেই পরিচিতিতে যোগ হয় শ্রদ্ধা ও সম্মানের পালক। যে কারনে ড. ইউনূস এখন বিশ্বব্যাপী সমাদৃত একজন বাংলাদেশি।
চব্বিশের ৮ আগস্ট তার নেতৃত্বে বাংলাদেশে সরকার গঠিত হলে, তাই তাকে বেগ পেতে হয়নি আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে। জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রাশিয়া-চীন- সবখানেই অকুণ্ঠ সমর্থন পেয়ে আসছে ড. ইউনূস সরকার।
এবার সেই সমর্থনকেই ফের যেন মনে করিয়ে দিলো জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুঁতেরেস সম্প্রতি ডক্টর ইউনূসকে লেখা এক চিঠিতে চলমান সংস্কারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন।চিঠিতে মহাসচিব লিখেছেন, আমি বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের দৃঢ় সংহতি এবং আপনার নেতৃত্বে সংস্কার প্রক্রিয়ার প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করতে চাই।
এছাড়াও রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের পাশের থাকার ঘোষণার পুর্নব্যক্ত করে রাখাইন রাজ্যে ক্রমবর্ধমান মানবিক পরিস্থিতি সম্পর্কে ডক্টর ইউনূসের উদ্বেগের সঙ্গেও একমত প্রকাশ করেন তিনি।একই সঙ্গে চিঠিতে আগামী ১৩ মার্চ ঢাকা সফরে নিজের প্রস্তুতির কথাও উল্লেখ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুঁতেরেস।