জেড নিউজ, ঢাকা
নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। রক্তাক্ত এক বিপ্লবের ফল হিসেবে এই দলটি গঠিত হবে এটাই সবার প্রত্যাশা। দেশের রাজনীতিতে নিজেদের শক্ত অবস্থান তৈরি করবে দলটি। গ্রহণযোগ্য কর্মসূচি দিয়ে সাধারণ মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে। নতুন দলের কাছে সবাই নতুন রাজনীতিই প্রত্যাশা করছে।
ঠিক এই মুহূর্তে নতুন একটি দলের আত্মপ্রকাশ দেশের রাজনীতির জন্য জরুরি। ৫ আগষ্ট গনবিপ্লবের মুখে ভারতের পালিয়ে যেতে বাধ্য হয়েছে ফ্যাসিস্ট হাসিনা। রাজনীতিতে আওয়ামী লীগের শূন্যতা পূরণে নতুন দলের আত্মপ্রকাশ জনগনের মনে আশা জোগাবে।
একটি দল গঠনে মতভেদ ও মতভিন্নতা কর্মীদের মধ্যে থাকবে। গণতান্ত্রিক রীতিনীতিতে এটা খুবই স্বাভাবিক। তবে মতভিন্নতাকে অতিক্রম করে শেষ পর্যন্ত আত্মপ্রকাশ করাই এখন গুরুত্বপূর্ণ।কিন্তু এসব কিছুর মাঝেও ষড়যন্ত্রের আভাস খুঁজছে ভারতীয় মিডিয়া। ইউনূসকে সরাতে গোকুলে বাড়ছে ছাত্ররাই! ২৮ তারিখই উলটো কাউন্টডাউন শুরু ওপারে? এমন ভিত্তিহীন শিরোনোমে সংবাদ প্রকাশ করেছে জি ২৪ ঘন্টা।