জেড নিউজ ডেস্ক।
নিষিদ্ধ ছাত্রলীগের মুখোশের আড়ালে চালানো সন্ত্রাসী তান্ডবের প্রতিবাদে এবার বিক্ষোভ মিছিল করেছে চট্রগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটের সাধারণ শিক্ষার্থীরা ।
জানা যায়, চট্রগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্রাবাসের আসন বরাদ্দ নিয়ে শিক্ষার্থীদের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় । এতে ক্যাম্পাসের মধ্যে বহিরাগত এজেন্ট হিসেবে ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীরা ঢুকে সাধারন শিক্ষার্থী ও শিক্ষকদের উপর হামলা চালায় ।
বহিরাগত এসব সন্ত্রাসীদের ছাত্রলীগের কর্মী হিসেবে চিহ্নিত করেছে ওই ইন্সটিটিউটের সাধারন শিক্ষার্থীরা । এনিয়ে ছাত্র জনতার মধ্যে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া তৈরি হয়েছে ।
ধারনা করা হচ্ছে, শিক্ষার্থীদের মধ্যে হতাহতের ঘটনা ঘটিয়ে ব্যাপক অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যেই হাজির হয়েছে মুখোশধারী ছাত্রলীগের কর্মীরা ।
বহিরাগত ছাত্রলীগের এই সন্ত্রাসীদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারন শিক্ষার্থীরা ।