অবশেষে চট্টগ্রাম বন্দরের আলোচিত নিউমুরিং কনটেইনার টার্মিনাল – এনসিটি পরিচালনাতে সাইফ পাওয়ারটেকের ‘তরফদার’ যুগের অবসান হয়েছে। সোমবার থেকেই এনসিটি পরিচালনা শুরু করছে চিটাগাং ড্রাই ডক লিমিটেড-সিডিডিএল।
বন্দর সূত্র জানিয়েছে, ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড-ডিপিএমে এনসিটি পরিচালনা করবে সিডিডিএল। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ৬ মাসের জন্য এনসিটি পরিচালনা করবে চিটাগাং ড্রাই ডক লিমিটেড। গত কয়েকদিন ধরেই সাইফ পাওয়ারটেক থেকে অপারেশনাল কাজ বুঝে নিচ্ছে ড্রাই ডকের একটি টিম। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি পরবর্তী অপারেটর নিয়োগ না হওয়া পর্যন্তও দায়িত্ব পালন করে যেতে পারে।
চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনালটি গত ১৭ বছর ধরে বেসরকারি প্রতিষ্ঠান দিয়ে পরিচালিত হয়ে আসছে। টার্মিনালটি পরিচালনা করেছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমীন। রোববার তাদের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এখন টার্মিনালটি নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হবে। এরইমধ্যে এনসিটি পরিচালনায় ৬ মাসের জন্য ৪২ কোটি টাকা ব্যয় অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়।
জেড নিউজ, ঢাকা।