দেশের স্থলভাগে গ্যাস কূপ খনন ও অনুসন্ধান কার্যক্রমের গতি বাড়াতে গ্যাস অনুসন্ধান যন্ত্র রিগ কিনছে অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যে এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে। একনেকে পাস হলেই বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লি.-বাপেক্স টেন্ডারে চলে যাবে।
বৃহস্পতিবার প্রকাশিত এক জাতীয় দৈনিকের খবর বলছে, প্রাথমিকভাবে একটি রিগ কেনার জন্য প্রকল্প নেওয়া হলেও আরও দুটি রিগ কেনার জন্য সম্ভাব্যতা যাচাই চলমান আছে। তবে কেবল রিগ কিনলেই হবে না এর জন্য প্রয়োজনীয় জনবলও থাকতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাপেক্সের তথ্য বলছে, বাংলাদেশে বর্তমানে রিগ আছে মোট পাঁচটি। এর মধ্যে একটি বেশ পুরোনো। নতুন করে যে রিগগুলো কেনার কথা হচ্ছে তার মধ্যে একটি ওয়ার্কওভার। অপর দুটি হচ্ছে ড্রিলিং রিগ।জানা গেছে, সরকার ৫০টি কূপ খননের যে পরিকল্পনা নিয়েছে তা চলমান আছে। সিলেট গ্যাস ফিল্ড, বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লি. (বিজিএফসিএল) আর বাপেক্স বিভিন্ন স্থানে এ কূপ খননের কার্যক্রম করছে।
জেড নিউজ,ঢাকা।