যশোরের অভয়নগরে কৃষক দল নেতা হত্যার জেরে ১৮ বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনাকে সাম্প্রদায়িক হামলা বলে প্রচার করছে উগ্র হিন্দুত্ববাদী ভারতীয় মিডিয়াগুলো। বাংলাদেশ বিরোধী এই প্রোপাগান্ডায় যোগ দিয়েছে ভারতীয় সেবাদাসী ফ্যাসিস্ট হাসিনার সমর্থকরাও।
স্থানীয়রা জানান, যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম সরদার ২২ মে সন্ধ্যায় ঘের লিজ নেওয়ার জন্য মতুয়াখ্যত ডহরমশিয়াহাটি গ্রামে পিন্টু বিশ্বাসের বাড়ি যান। সেখানে চুক্তিপত্র করার সময় গোলযোগ হলে অজ্ঞাত ৭/৮ দুর্বৃত্ত ঘটনাস্থলে পৌঁছে কুপিয়ে ও গুলি করে তরিকুল ইসলামকে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনার পর তরিকুল ইসলামের সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন এবং তারা খুনের সন্দেহভাজন পিন্টু বিশ্বাসের তিনটি ঘরে আগুন ধরিয়ে দেয়। পরবর্তীতে ওই বাড়ির পাশের ১৩ টি পরিবারের ১৮টি বাড়িঘরে আগুন দেয়া হয়।
জানা যায়, পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনে মতুয়া সম্প্রদায়ের ভোট নিজেদের বাক্সে টানতে এটাকে কেন্দ্র করে সেখানকার রাজনীতির মাঠ গরম করছে উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার চালানো হচ্ছে।
হিন্দু ভয়েজ নামের একটি ভারতীয় পোর্টালের সংবাদে লেখা হয়, “বাংলাদেশের মাটিতে হিন্দু নির্যাতন অব্যাহত।
এদিকে, সন্দেহভাজন খুনি এবং তাদের স্বজনদের বাড়িঘরে হামলা, আগুন, লুটপাটে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নেটিজেনরা। এ ঘটনাকে যারা সাম্প্রদায়িক নিপীড়ন বলে গুজব ছড়াচ্ছে, তাদেরও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
জেড নিউজ, ঢাকা।