বিগত ১৬ বছর হাসিনার শাসনামলে ছিলো শেখ পরিবারের দৌরাত্ম। ইতিহাস বলে শেখরা যত বারই ক্ষমতায় এসেছে, প্রতিবারই ভারতের দালালি করে ক্ষমতা ধরে রাখতে বিরোধী দল ও জনগণের ওপর সীমাহীন অত্যাচার করেছে। এসবকে ছাপিয়ে অর্থলুট, দখলবাজি, চাঁদাবাজি আর সার্টিফিকেট জাল করার মত ঘটনাও কম নেই তাদের ক্যারিয়ারে। শেখ পরিবারের কুকীর্তির প্রতিচ্ছবি ফ্যাসিস্ট হাসিনার বিগত দিনের কর্মকান্ডেই ফুটে উঠেছে।
কিন্তু, সজীব ওয়াজেদ জয় আর তার বোন সায়মা ওয়াজেদ পুতুলও এবার মায়ের পথে হেটে কুখ্যাত শেখদের মতই নাক কাটালো প্রয়াত বিজ্ঞানী বাবা ওয়াজেদ পরিবারের। পুতুলের জাল সনদ আর মা হাসিনার প্রভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার চাকরি বাগিয়ে নেয়া, অন্যদিকে জয়ের দুর্নীতি আর দেশের টাকা লুট করে বিদেশে সম্পদ গড়ার প্রমাণ পাওয়া, সবকিছু মিলে শেখ পরিবার নয়, যেনো ওরা ডোবালো বাবা ওয়াজেদের নাম।
জাল শিক্ষাগত ও অভিজ্ঞতার সর্টিফিকেট ব্যবহারের অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সায়মা ওয়াজেদ পুতুলকে ১১ জুলাই থেকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠায়। আর দুদকের অনুসন্ধানে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে মিলেছে হাসিনা পুত্র জয়ের বেশ বিছু অবৈধ সম্পদ। সব কিছু মিলে পুতুল-জয় ভাই বোন যেনো শেখ পরিবারের দুর্নীতির এক প্রতিরূপ।
জেড নিউজ, ঢাকা।