ভারতীয় ঋণে বাস্তবায়িত হচ্ছে ‘জেলা পর্যায়ে আইটি/হাইটেক পার্ক স্থাপন (১২ জেলা)’ শীর্ষক প্রকল্প। প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী ভারতীয়। ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর কাজ ফেলে দেশে ফিরে যান তারা। মেয়াদ শেষ হলেও কাজের অগ্রগতি মাত্র ৩৬ শতাংশ। নতুন করে ১২৭ দশমিক ৩৯ শতাংশ ব্যয় বাড়ানোর প্রস্তাব না করে দিয়েছে কমিশন। তবে অর্থনৈতিক নিষ্পত্তির জন্য মেয়াদ জুন ২০২৫ সাল পর্যন্ত বাড়তে পারে।
প্রকল্পের পরিচালক (যুগ্ম-সচিব) এ কে এ এম ফজলুল হক বলেন, ‘পট পরিবর্তনের কারণে প্রকল্পের কাজ তিন মাস বন্ধ। নিরাপত্তার কারণে ভারতীয় ঠিকাদারেরা প্রকল্প এলাকা থেকে চলে গেছেন। ৫ নভেম্বর আসার কথা থাকলেও আসেননি। ক্লিয়ারেন্স পেলে তারা আসবেন। প্রকল্পের অনেক প্যাকেজের কাজ শুরু হয়নি। ভারতীয়রা সীমিত আকারে আছেন।’
প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রকল্পের ডিপিপিতে ছয়টি জেলায় সিনেপ্লেক্স ভবন এবং তিনটি জেলায় ডরমিটরি ভবন নির্মাণের কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। ডিপিপিতে নির্মাণকাজের ব্যয় প্রাক্কলন করা হয়েছে ২০১৮ রেট শিডিউলের ভিত্তিতে। বর্তমান সংশোধন প্রস্তাবে এসব নির্মাণকাজ ২০২২ সালের রেট শিডিউল অনুযায়ী সম্পন্ন করার প্রস্তাব করা হয়েছে। প্রকল্পটির প্রথম সংশোধনীতে নির্ধারিত মেয়াদ জুলাই ২০১৭ থেকে জুন ২০২৪ পর্যন্ত শেষ হয়ে গেছে। তাই প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাসহ প্রকল্পের স্বাভাবিক কার্যক্রম চলমান রাখা যাচ্ছে না।