জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। এরপর দলের অন্যদের মতো ভারতে পালিয়ে যান দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ভারতে পালিয়ে যান। শুরুতে তিনি আশা করেছিলেন, দুই-এক মাসের মধ্যেই দেশে ফিরতে পারবেন। কিন্তু ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে ক্ষমতায় বসার পর তার সেই আশা ভেঙে পড়ে। ফলে বাধ্য হয়ে কলকাতায় আশ্রয় নেন তিনি। এরপর সেখানেই খুঁটিঁ গেড়ে বসেছেন তিনি ।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, দেশ থেকে পাচার করা অর্থে সেখানে এখন বিলাসবহুল জীবনযাপন করছেন নাছিম। কলকাতার তপসিয়া সায়েন্স সিটি বাইপাসের পাশে সানফ্লাওয়ার গার্ডেন আবাসন প্রকল্পে একটি দৃষ্টিনন্দন ফ্ল্যাটও কিনেছেন তিনি। যার মূল্য প্রায় ১ কোটি ৩৫ লাখ রুপি ।
খোঁজ নিয়ে জানা গেছে, শুধু বাড়িই নয়, কলকাতায় বেশি কিছু ব্যবসায় বিনিয়োগও রয়েছে নাছিমের। স্থানীয় সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের আশ্রয়-প্রশ্রয়ে ভারতেও নিজের ব্যবসা প্রসারিত করছেন তিনি।এছাড়া ‘কলিম রিয়ালটি’নামে একটি ফ্ল্যাট তৈরির কোম্পানিতেও কালো টাকা বিনিয়োগ করেছেন এই আওয়ামী লীগের নেতা।
স্থানীয় বাসিন্দা ও সরকারি বিভিন্ন সূত্র বলছে, বাহাউদ্দিন এখন টয়োটাতে ঘুরে বেড়ান পার্ক সার্কাস, নিউটাউন ও রাজারহাটে।
জেড নিউজ , ঢাকা