Saturday, April 19, 2025
More
    Homeঅর্থনীতিএলডিসি উত্তরণ তদারকিতে উচ্চ পর্যায়ের কমিটি হচ্ছে: আনিসুজ্জামান

    এলডিসি উত্তরণ তদারকিতে উচ্চ পর্যায়ের কমিটি হচ্ছে: আনিসুজ্জামান

    “এলডিসির উড়োজাহাজ এখন আকাশে উড়ছে। আমরা মোটামুটি সেটিসফায়েড যে আমাদের প্লেন চলবে এবং ক্র্যাশ হওয়ার সম্ভাবনা আমাদের তেমন নাই।”

    স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণ মসৃণ করতে সার্বিক বিষয়ে তদারকির জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করার কথা বলেছেন প্রধান উপদেষ্টার অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী।

    তিনি বলেছেন, “আমাদের এমপ্লয়মেন্টের ওপর চাপ আসতে পারে, আমাদের বেসরকারি খাতের ওপর চাপ আসতে পারে। কোন-কোন জায়গায় আমাদের পূর্ব সতর্কতা নেওয়া দরকার, সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছি। সম্ভাব্য দুর্যোগ যেগুলো হতে পারে, আমরা সেগুলোর লিস্ট করেছি। একটা উচ্চ পর্যায়ের কমিটি হচ্ছে। সে কমিটি সার্বক্ষণিকভাবে এটাকে তদারকি করবে।”

    জাপানের জিইটিআর এবং যুক্তরাষ্ট্রের ইউএসটিআরের মত এই কমিটিও হবে একটি স্বতন্ত্র কাঠামো, যাদের কাজ হবে শুধুই এলডিসি গ্র্যাজুয়েশন সংশ্লিষ্ট বাণিজ্য সংক্রান্ত বিষয়গুলোর তদারক করা।

    “কমিটির আর কোনো কাজ নেই। আমরা সদা প্রস্তুত থাকব। শুধু সরকারি লোক থাকবে না, যারা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এক্সপার্ট আছে, তাদের আনব সেখানে। আমরা প্রাইভেট সেক্টর থেকে লোক নেব। প্রয়োজন হলে যারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে, তাদের নিয়েও এই যাত্রা আমরা করব।”

    মঙ্গলবার বিকালে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এলডিসি থেকে উত্তরণ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলছিলেন আনিসুজ্জামান চৌধুরী।

    ১৯৭৫ সাল থেকে জাতিসংঘের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকায় থাকা বাংলাদেশ ২০১৮ সালে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রাথমিক যোগ্যতা অর্জন করে।

    মাথাপিছু জাতীয় আয়, মানব সম্পদ উন্নয়ন এবং অর্থনৈতিক ঝুঁকির তিন মানদণ্ডেই বাংলদেশ নির্ধারিত যোগ্যতা অর্জন করায় ২০২১ সালের ২৫ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম বৈঠকের ৪০তম প্লেনারি সভায় স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উত্তরণের সুপারিশ করা হয়।

    বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের তারিখও ঠিক করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ২৪ নভেম্বর এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ ঘটবে।

    বাংলাদেশ একটি স্বল্পোন্নত দেশ হিসেবে ইউরোপের রপ্তানি বাজারে শুল্ক ও কোটামুক্ত সুবিধা পাচ্ছে। উন্নয়নশীল দেশে উন্নীত হয়ে এলডিসি থেকে বেরিয়ে গেলে ২০২৬ সালের পর সেই সুবিধা আর থাকবে না।

    এর মধ্যে মহামারী ও ইউক্রেইন যুদ্ধের ধাক্কার পর একটি অভ্যুত্থান ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে যেতে হয়েছে বাংলাদেশকে। ফলে বাংলাদেশ নির্ধারিত সময়ে এলডিসি গ্র্যাজুয়েশনে যাবে, না আরো সময় নেবে, সেই প্রশ্ন ছিল গত অগাস্টে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের সামনে।

    তবে গত ১৪ মার্চ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক সভায় সিদ্ধান্ত হয়, এলডিসি গ্র্যাজুয়েশনের সময় বাংলাদেশ পেছাবে না। অর্থাৎ, ২০২৬ সালেই বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে বসবে।

    এলডিসি উত্তরণ তদারকিতে উচ্চ পর্যায়ের কমিটি হচ্ছে: আনিসুজ্জামান

    মঙ্গলবার প্রধান উপদেষ্টার নেতৃত্বে এ বিষয়ে আরেকটি বৈঠক হয়। সেই বৈঠকের বিষয়ে জানাতেই সাংবাদিকদের সামনে আসেন আনিসুজ্জামান।

    তিনি বলেন, “আজকের মিটিংয়ে আমরা আইডেন্টিফাই করেছি, কোন-কোন জিনিসে আমরা শক্ত অবস্থায় আছি। কোন-কোন জিনিসে আমরা আরো শক্ত হতে হবে। এগুলো আমরা পর্যালোচনা করেছি।

    “এলডিসির উড়োজাহাজ এখন আকাশে উড়ছে। আমরা মোটামুটি সেটিসফায়েড যে আমাদের প্লেন চলবে এবং ক্র্যাশ হওয়ার সম্ভাবনা আমাদের তেমন নাই। ২০২৬ সালের মধ্যে আমরা উত্তরণ করতে পারব ইনশাআল্লাহ।”

    এলডিসি উত্তরণ থেকে পিছিয়ে আসার সুযোগ নেই মন্তব্য করে তিনি বলেন, “আমাদের থেকে অনেক দুর্বল দেশ বেরিয়ে গেছে। ভুটান কোভিডের পর বেরিয়ে গেছে। আমরা কেন পারব না? আমাদের বের না হয়ে ফিরে আসার সুযোগ নেই।”

    প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “আজকে মিটিংয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, আমাদের সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়ে গেছে, এখন আমাদের পুরো গতিতে এগোতে হবে। সে অনুযায়ী যত ধরনের প্রস্তুতি দরকার সেটা উনি নিতে বলেছেন, যাতে কোনো খাত ক্ষতিগ্রস্ত না হয়, বরং যেন আমরা এটা থেকে সর্বোচ্চ সুবিধা নিতে পারি।”

    প্রধান উপদেষ্টা বলেছেন, অল্প সংস্কার হলে ডিসেম্বরের মধ্যে, আর বেশি সংস্কার হলে ২০২৬ এর জুনের মধ্যে নির্বাচন হবে। কম বা বেশি সংস্কার কীভাবে নির্ধারিত হবে–এ প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, “এই পুরো জিনিসটা নির্ভর করছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আমাদের রাজনৈতিক দলগুলোর যে আলোচনা হচ্ছে সেটার ওপর। আমাদের রাজনৈতিক দলগুলো যে বিষয়ে ঐকমত্যে পৌঁছাবে, সেটার উপরে নির্ভর করবে যে আমরা আসলে কতটুকু সংস্কার করতে যাচ্ছি।”

    তিনি বলেন, “সেই সময়ে আসলে সিদ্ধান্ত হবে যে কম সংস্কারে আমরা যাব, নাকি বেশি। যদি এমন হয় যে আমরা ২০০টা সংস্কার করব, তার মধ্যে কি ১০টা এখন করব, বাকিটা কি যারা রাজনৈতিক দল আসবে তারা করবে এই পুরো বিষয়টি নির্ভর করছে ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনার ওপর।”

    প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

    সর্বশেষ

    নির্বাচনের মাঠে চলছে নানা কৌশল

    আমিরুল ইসলাম কাগজী এনসিপি নেতা নাহিদ ইসলাম অনেক আশা নিয়ে অন্তর্বতী সরকার থেকে পদত্যাগ করে...

    সংবিধান সংস্কার প্রস্তাবের ২৫টিতে একমত বিএনপির

    জেড নিউজ, ঢাকা সংবিধান সংস্কারের ২৫টি প্রস্তাব নিয়ে বিএনপির একমত রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী...

    বসন্তকালেই প্রজন্ম উৎপন্ন করে ‘দাগি বসন্ত’

    বসন্তকাল প্রকৃতি রাজ্যে নবযৌবন নিয়ে আসে। সংস্কৃতিপ্রিয় মানুষেরা ‘বসন্ত উৎসব’ নামে একে ঘটা করে...

    শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনে পুড়িয়ে দেয়ার প্রতিবাদে মানববন্ধন

    মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন ও চারুকলা অনুষদে ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ পুড়িয়ে দেয়ার ঘটনায় জড়িতদের তিন...

    আরও সংবাদ

    নির্বাচনের মাঠে চলছে নানা কৌশল

    আমিরুল ইসলাম কাগজী এনসিপি নেতা নাহিদ ইসলাম অনেক আশা নিয়ে অন্তর্বতী সরকার থেকে পদত্যাগ করে...

    সংবিধান সংস্কার প্রস্তাবের ২৫টিতে একমত বিএনপির

    জেড নিউজ, ঢাকা সংবিধান সংস্কারের ২৫টি প্রস্তাব নিয়ে বিএনপির একমত রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী...

    বসন্তকালেই প্রজন্ম উৎপন্ন করে ‘দাগি বসন্ত’

    বসন্তকাল প্রকৃতি রাজ্যে নবযৌবন নিয়ে আসে। সংস্কৃতিপ্রিয় মানুষেরা ‘বসন্ত উৎসব’ নামে একে ঘটা করে...