হাসিনার পুলিশ সুপার চৌধুরি আব্দুল্লাহ আল মামুনের মতো এবার রাজসাক্ষী হচ্ছেন আরেক পুলিশ কর্মকর্তা। তার নাম শেখ আবজালুল হক। তিনি সাভারের আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার আসামী। সে সময় তিনি আশুলিয়া থানার উপপরিদর্শক ছিলেন।
সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৫ আগস্টে সাভারের আশুলিয়ায় ৬ জনকে গুলি করে হত্যার তাদের একটি ভ্যানের ওপর রেখে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এর কয়েকদিন পর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পড়লে তোলপাড় সৃষ্টি হয়।
চব্বিশের গণহত্যার বিচারে প্রাধান্য পায় হাসিনার নির্মমতার এই বিষয়টি। সম্প্রতি এই মামলায় সাভারের সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আলোচিত এ মামলায় পলাতক ৮ জনের বিরুদ্ধেও জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা।
এবার সেই মামলায় দোষ স্বীকার করে রাজসাক্ষী হতে আবেদন করেছেন পুলিশ কর্মকর্তা শেখ আবজালুল হক। এর মাধ্যমে গণহত্যার বিচার প্রক্রিয়া আরো সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জেড নিউজ, ঢাকা।