জেড নিউজ, ঢাকা।
বিগত প্রায় দেড় দশক পর এই প্রথম স্বস্তিদায়ক এবারের রমজানের বাজার। অন্যান্য বছরের তুলনায় অনেক পণ্যের দাম স্থিতিশীল ছিল শুরু থেকেই। রোজা শুরুর আগেই বাজারে অরাজকতা এবার দেখা যায়নি। সংশ্লিষ্টরা বলছেন- পন্যের সরবরাহ বৃদ্ধি, সিন্ডিকেট রোধ ও চাঁদাবাজি কমে আসায় স্বস্তি ফিরেছে নিত্য পন্যের বাজারে।
গত বছর উত্তাপ ছড়ানো পিঁয়াজের দামে ব্যাপক দরপতন ঘটেছে। গত রমজানে পিয়াজের দাম উঠেছিল কেজি প্রতি ১২০ টাকা পর্যন্ত। এবারের রমজানে পণ্যটি কেনা যাচ্ছে ৪০ টাকায়। একইসঙ্গে আগের রমজানে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ছিল ২২০ থেকে ২৩০ টাকা। এবার সেটি ১৯০ থেকে ২০০ টাকায় কেনা যাচ্ছে। এ ছাড়া এবারের রমজানে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়, গত রমজানে আলুর কেজি ছিল ৪০ থেকে ৪৫ টাকা। একইসঙ্গে নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে ছোলা, বেগুন, চিনিসহ অন্যান্য নিত্যপণ্যের দাম।
অর্থাৎ নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে আগের রমজানের চেয়ে কম টাকা ব্যয় করতে হচ্ছে। এতে বিগত বছরের তুলনায় এবারের রমজানে মানুষ কিছুটা স্বস্তি পাচ্ছে। মোটাদাগে এ বছর রমজানে পণ্যের মূল্য অন্যান্য বছরের চেয়ে বেশ স্বস্তিদায়ক পর্যায়ে রয়েছে মুদি পণ্যের দাম। সবমিলিয়ে এবার মূল্যস্ফীতিও এক অঙ্কের নিচে চলে এসেছে।