ভারতীয় মিডিয়া মানেই যেনো ফ্যাসিস্ট হাসিনার বন্দনা আর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পা চাটা সব বানোয়াট গল্পধারা। কিন্তু, সেসব থেকে এবার ব্যতিক্রম দেখা গেলো কলকাতা টিভির ইন্দ্রাণী দাশগুপ্তের একটি রিপোর্ট। যেখানে গতানুগতিক ফ্যাসিস্ট খুনি হাসিনার প্রশংসার বিপরীতে গিয়ে করা হয়েছে মুণ্ডুপাত, হাসিনাকে সম্বোধন করা হয়েছে গণহত্যাকারী পলাতক ফ্যাসিস্ট হিসেবে। আর প্রধানমন্ত্রী মোদিকে দাঁড় করানো হয়েছে কাঠগড়ায় এমন নির্লজ্জ বেহায়া খুনিকে ফিরিয়ে না দিয়ে উল্টো কড়া পাহারায় রাখার জন্য।
ভারতীয় প্রথম সারির সংবাদমাধ্যমটির ‘চতুর্থ স্তম্ভ’ নামের সেই অনুষ্ঠানে উপস্থাপিকা ইন্দ্রাণী যেনো এদিন নেমে পড়েছিলেন সত্যটা সমগ্র ভারতবর্ষের সামনে তুলে ধরতে। হাসিনা ভারতে পালিয়ে আশ্রয় নেওয়ার এক বছরের মাথায় গত ৪ আগষ্ট এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় টেলিভিশনটির পর্দায়। যেখানে এই উপস্থাপিকাকে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির বরাত দিয়ে ২৪ এর গণঅভ্যুত্থানের সময় হাসিনার সেই মারণাস্ত্র ব্যবহারের কলরেকর্ডের সত্যতা তুলে ধরতে দেখা যায়। এর পাশাপাশি জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী সেসময় হাসিনা ১৪০০ নিরীহ মানুষকে হত্যা করেছে বলে তাকে গণহত্যাকারী হিসেবেও আখ্যা দিতেও দ্বিধাবোধ করেননি তিনি।
উপস্থাপিকা ইন্দ্রাণী এরপর তুলে ধরেন হাসিনার বিচারকার্যের বিষয়টি। হাসিনার নামে বাংলাদেশে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে আর অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মোহাম্মদ ইউনূস বারবার হাসিনাকে ফেরত চাইলেও মোদি প্রশাসনের মুখে কুলুপ আঁটার বিষয়টিও সামনে নিয়ে আসেন তিনি।
এরপর তিনি মন্তব্য করেন, ‘পুরোনো বন্ধুত্ব কিংবা রাজনৈতিক কোন মতবাদ দিয়ে তো আর সাধারণ মানুষের গণহত্যাকে ন্যয্যতা দেওয়া যায় না।’ হাসিনা, যে নিজ দেশেই গণহত্যার অপরাধে অপরাধী তাকে কিভাবে আশ্রয় দেয় মোদি সরকার? এটাও জানতে চান এই সাংবাদিক।
ইন্দ্রানী এরপর ভারতীয় প্রধানমন্ত্রী মোদির কঠোর সমালোচনা করে বলেন, ‘ভারত সবকিছুর পরও শেখ হাসিনাকে আশ্রয় দেবে, তাকে এই ভূখণ্ডে বসেই রাজনীতি করতে দেবে। সেই কথাটিই না হয় বলুন! কিন্তু, মোদি জি চুপ করে বসে আছেন। শেখ হাসিনা ওনার কাছে এক ‘ফিক্সড ডিপোজিট’যখন ইচ্ছা তখন ভাঙ্গাবেন।’
জেড নিউজ, ঢাকা।