পুশইনে ব্যর্থ হয়ে বাংলাদেশি কৃষকের ৬টি গরু চুরি করে নিয়ে গেল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। গত সোমবার দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জীমনাল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বিএসএফ একজন মানসিক ভারসাম্যহীন যুবককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেয়ার চেষ্টা করছিল। স্থানীয়রা এতে বাধা দিলে বিএসএফের সাথে তাদের বাগবিতণ্ডা হয়। পরে স্থানীয়দের তোপের মুখে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। একপর্যায়ে মানসিক ভারসাম্যহীন ওই যুবককে সীমান্তের শূন্যরেখায় হাত-পা বেঁধে ফেলে রাখে তারা। যাওয়ার সময় বাংলাদেশের অভ্যন্তরে থাকা কৃষক নজরুল ইসলাম ও তমিজুল ইসলামের ৬টি গরু চুরি করে নিয়ে যায় বিএসএফ।
এ ব্যাপারে পাটগ্রাম থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিএসএফ একজনকে পুশ ইন করার চেষ্টা করেছিল। পরে তারা ওই যুবকের হাত-পা বেঁধে সীমান্তে ফেলে রেখে যায়।’৫১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে গরুগুলো ফেরত আনা হয়েছে। বর্তমান ওই সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
জেড নিউজ, ঢাকা।