Wednesday, April 30, 2025
More
    Homeঅর্থনীতিএপ্রিলের ২৬ দিনে রেমিটেন্স এল ২২৭ কোটি ডলার

    এপ্রিলের ২৬ দিনে রেমিটেন্স এল ২২৭ কোটি ডলার

    চলতি এপ্রিল মাসের প্রথম ২৬ দিনে ব্যাংকিং চ্যানেলে ২২৭ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।

    সোমবার বাংলাদেশ ব্যাংকের রেমিটেন্স সংক্রান্ত প্রতিবেদনে এ হিসাব দেওয়া হয়েছে।

    আগের মাসের প্রথম ২৬ দিনে দেশে রেমিটেন্স আসে ২৯৪ কোটি ডলার। আর পুরো মাসে আসে ইতিহাসের সর্বোচ্চ রেমিটেন্স; ৩২৯ কোটি ডলার।

    সে হিসাবে চলতি মাসের প্রথম ২৬ দিনে আগের মাসের একই সময়ের চেয়ে রেমিটেন্স কমেছে ২২ দশমিক ৭৯ শতাংশ।

    চলতি মাসের প্রথম ১৯ দিনে ১৭২ কোটি ডলার দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা। সে হিসাবে পরের এক সপ্তাহে এসেছে ৫৫ কোটি ডলার।

    ব্যাংকাররা মনে করেন, আগের মাসে বেশি রেমিটেন্স আসার অন্যতম কারণ ছিল ঈদ। প্রতিবছরই রোজার মাসে তুলনামূলক বেশি অর্থ পাঠান প্রবাসীরা।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য ঘেঁটে দেখা যায়, দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স আসে ২০২৪ সালের ডিসেম্বরে; ২৬৪ কোটি ডলার।

    এরপর তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স আসে চলতি বছরের ফেব্রুয়ারিতে; ২৫৩ কোটি ডলার।

    একটি বেসরকারি ব্যাংকের ট্রেজারি প্রধান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডলার মার্কেটে অস্থিরতা কমেছে। কারণ হুন্ডি ব্যবসাটা কমেছে। হুন্ডি আর ব্যাংকিং চ্যানেলের পার্থক্য ৫০ থেকে ৬০ পয়সা, আগে যা ছিলসাত থেকে আট টাকা।

    আরেকটি বেসরকারি ব্যাংকের ট্রেজারি প্রধান বলেন, ব্যাংকগুলো আগের মত রেমিটেন্সের দরে হেরফের করছে না। সর্বোচ্চ দর ১২২ টাকা দেওয়া হচ্ছে।

    চলতি বছর জানুয়ারির শেষ দিকে ডলারের দর বাড়তে বাড়তে ১২৮ টাকায় উঠে যায়। চাহিদা বেড়ে যাওয়ায় ব্যাংকগুলো ১২৬ দরেও রেমিটেন্স কেনে বলে সংবাদমাধ্যমে আসে।

    এমন প্রেক্ষাপটে জানুয়ারির শেষ দিকে বাংলাদেশ ব্যাংক রেমিটেন্সের দর সর্বোচ্চ ১২২ টাকা ঠিক করে দেয়। তবে ব্যাংকগুলো এক টাকা পর্যন্ত বেশি দাম দিয়ে ডলার কেনাবেচা করতে পারে।

    সর্বশেষ

    বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য নির্মিত ঘরের চাবি তুলে দিলেন প্রধান...

    জেড নিউজ, ঢাকা: গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ আবাসন...

    প্রাথমিকে উপবৃত্তি দ্বিগুনসহ আরো সুবিধা দিতে উদ্যোগ নিয়েছে সরকার

    শিশুদের বিদ্যালয়মুখী করতে দুই দশকের বেশি সময় ধরে প্রাক-প্রাথমিক...

    লন্ডনে হেরে প্যারিসে ‘স্পেশাল’ কিছুর আশায় আর্সেনাল কোচ

    পিএসজির কাছে প্রথম লেগ হারলেও দ্বিতীয় লেগ জিতে চ্যাম্পিয়ন্স...

    এনবিআরের দুই ভাগ: কর্মকর্তাদের ক্ষোভ, ‘অধ্যাদেশ জারি না হওয়ার’...

    পরে দুই ক্যাডারের সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন চেয়ারম্যান। জাতীয়...

    আরও সংবাদ

    বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য নির্মিত ঘরের চাবি তুলে দিলেন প্রধান...

    জেড নিউজ, ঢাকা: গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ আবাসন...

    প্রাথমিকে উপবৃত্তি দ্বিগুনসহ আরো সুবিধা দিতে উদ্যোগ নিয়েছে সরকার

    শিশুদের বিদ্যালয়মুখী করতে দুই দশকের বেশি সময় ধরে প্রাক-প্রাথমিক...

    লন্ডনে হেরে প্যারিসে ‘স্পেশাল’ কিছুর আশায় আর্সেনাল কোচ

    পিএসজির কাছে প্রথম লেগ হারলেও দ্বিতীয় লেগ জিতে চ্যাম্পিয়ন্স...