জেড নিউজ ডেস্ক।
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় উন্নিত করার জন্য শিক্ষার্থীরা মহাখালী এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে। এ কারণে ঢাকা থেকে ময়মনসিংহগামী সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। এর ফলে সাধারণ যাত্রী যারা প্রতিদিন ঢাকা শহরে কোন না কোন কাজ করে থাকেন তারা ভোগান্তিতে পড়েছেন। আর দূরপাল্লার যাত্রীদের তো কোন কথা নেই তারাও এই ভোগান্তি থেকে রক্ষা পাননি। ঘটনাস্থল থেকে রিপোর্টাররা জানাচ্ছেন তাদের দাবি দেওয়া মেনে নেওয়ার ব্যাপারে আলোচনায় বসার জন্য সরকারের পক্ষ থেকে কাউকে সেখানে সশরীরে যেতে হবে।এখানেই শেষ নয় শিক্ষার্থীদের ইটপাটকেল নিক্ষেপে চলন্ত ট্রেনে অনেকে আহত হয়েছেন।অন্তর্বর্তী সরকারের ১০০ দিন সময় পার হয়েছে। এই সময় প্রতিদিন জাতীয় প্রেসক্লাবের সামনে শাহবাগ সাইন্স ল্যাবরেটরি সামনে এবং আজকে মহাখালীতে যেভাবে মিছিল মিটিং হচ্ছে তা সামাল দেওয়ার মত ক্ষমতা কি এই সরকারের আছে। কখনো আনসারদের জাতীয়করণ করা , কখনো গ্রাম পুলিশদের বেতন ভাতা প্রদান করার দাবিতে বিক্ষোভ করছে। গত ১৫ বছরের সব দাবি দেওয়া এখন এই অন্তর্বর্তী সরকারের কাছেই তারা দ্রুত সময়ের মধ্যে পাইতে চায়।
এছাড়া গাজীপুর আশুলিয়া সহ বিভিন্ন শিল্প এলাকা গার্মেন্টস শ্রমিকরা বেতনের দাবিতে প্রতিদিন বিক্ষোভ করছে।
এটা কিসের আলামত? কারা দূর থেকে এর পিছনে মদদ জোগাচ্ছে? সেটা খতিয়ে দেখা খুবই জরুরী।