একাত্তরে মহান মুক্তিযুদ্ধে ভারতের লুটপাটের বিষয়টি নিয়ে ফের আলোচনা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের সঙ্গে ট্রানশিপমেন্ট চুক্তি বাতিল করার পর অনেকেই মুখ খুলছেন বিষয়টি নিয়ে।
সে সময়কার পত্রপত্রিকায় প্রকাশিত তথ্য বলছে, একাত্তরে স্বাধীনতা যুদ্ধ শেষে প্রায় দুইশো ওয়াগন রেলগাড়ী ভর্তি করে ২ হাজার ৭০০ কোটি টাকার অস্ত্রসস্ত্র লুট করে নেয় ভারতীয় সেনাবাহিনী। তারা লুট করে ৭০ থেকে ৮০ লাখ টন ধান-চাল ও গম। গড়ে ১০০ টাকা হারে ধরলেও যার বাজার মূল্য ছিলো ২ হাজার ১৬০ কোটি টাকা। পাট ৫০ লাখ বেলের উপরে। সে সময় যার মূল্য ছিলো ৪শ কোটি টাকা। তারা পাচার করে ১৫০০ কোটি টাকার ত্রান সামগ্রী।
এছাড়া ১ হাজার কোটি টাকার যুদ্ধাস্ত্র, ঔষধ, মাছ, গরু ও বনজ সম্পদ। সে সময় তারা বাংলাদেশ থেকে সর্বমোট ৫ হাজার কোটি টাকার সম্পদ লুটে নেয়।সংশ্লিষ্টরা বলছেন, যুদ্ধ শেষ হতে না হতেই ভারত বাংলাদেশ থেকে যেসব সম্পদ লুট করেছে তার বর্তমান বাজার মূল্য অন্তত ৪০ বিলিয়ন মার্কিন ডলার।ঢাকায় পাকিস্তানের সঙ্গে বৈঠকের পর ভারতের লুটকৃত এসব সম্পদও ফেরত চাওয়া উচিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জেড নিউজ, ঢাকা।