পলাতক স্বৈরাচার আওয়ামী লীগের শাসনামলে অতিরিক্ত উন্নয়ন ব্যয় ধরে তৈরি কয়েকটি প্রকল্পের ব্যয় পুনর্মুল্যায়ন ও কাঁটছাট করে রাষ্ট্রের তহবিল সাশ্রয় করা হয়েছে ৮ হাজার ৫৯৩ কোটি টাকা।
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর রেলের শৃঙ্খলা ও প্রকল্প ব্যয় এভাবে কমিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানান রেলপথ সচিব মো ফাহিমুল ইসলাম ও রেল অধিদপ্তরের মহাপরিচালক মো. আফজাল হোসেন।
দোহাজারী হতে রামু হয়ে কক্সবাজার এবং রামু হতে মায়ানমারের নিকটে ঘুমধুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েলগেজ ট্র্যাক নির্মাণ, আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ডুয়েলগেজ ডাবল রেললাইন নির্মাণ এবং বিদ্যমান রেল লাইনকে ডুয়েলগেজে রূপান্তর, রেলওয়ের রোলিং স্টক অপারেশন উন্নয়ন এবং আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেল সংযোগ নির্মাণ প্রকল্প পূর্নমূল্যায়ন করে এ ব্যয় হ্রাস করা হয়েছে।
রেল মহাপরিচালক মো. আফজাল হোসেন বলেন, রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের নির্দেশনায় আমরা কর্মকর্তারা মাঠে আছি। রেলওয়েকে আধুনিক এবং সব ধরণের অনিয়ম দুর করতে আমরা সর্বদা সচেষ্ট রয়েছি।
জেড নিউজ, ঢাকা।