ঋণ জালিয়াতির মাধ্যমে ২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. আবুল বারকাতকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এ আদেশ দেন।
এদিন তাঁকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ তাঁর তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে রিমান্ডের বিষয়ে পরবর্তীতে শুনানি হবে বলে জানান বিচারক। একই সঙ্গে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।এর আগে বৃহস্পতিবার রাতে ধানমণ্ডি ৩ নম্বর সড়কের বাসা থেকে অধ্যাপক আবুল বারকাতকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
জনতা ব্যাংকে অ্যাননটেক্সের নামে ঋণ জালিয়াতি করে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, আবুল বারকাতসহ ২৩ জনের বিরুদ্ধে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলা করেন দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন।
জেড নিউজ, ঢাকা ।